অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ০১ জানুয়ারি ২০২৬, সময়ঃ ০৭:৩৪
মোকছেদুল মমিন মোয়াজ্জেম, দিনাজপুর প্রতিবেদক:
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দিনাজপুরের হিলিতে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) সন্ধ্যায় বিএনপির
বাজারস্থ দলীয় কার্যালয়ে ছাত্রদলের উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে কোরআন তেলাওয়াত,মিলাদ ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। এতে বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করা হয়।
দোয়ায় দেশের শান্তি, গণতন্ত্র ও জনগণের কল্যাণ কামনা করা হয়। অনুষ্ঠানে হিলি উপজেলা ও পৌর ছাত্রদলের নেতাকর্মীসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
© 71 Vision ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত
সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।