অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ৩১ ডিসেম্বার ২০২৫, সময়ঃ ১১:৫০
মোকছেদুল মমিন মোয়াজ্জেম, দিনাজপুর প্রতিবেদক:-দিনাজপুরের হিলিতে বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাযা ও তাঁর রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩১ ডিসেম্বর) বিকেলে হাকিমপুর (হিলি) উপজেলার বোয়ালদার স্কুল মাঠে দলীয় নেতাকর্মী এবং সাধারণ মুসল্লিদের অংশগ্রহণে গায়েবানা জানাযা আদায় করা হয়।
গায়েবানা জানাযা ও দোয়া মাহফিলে স্থানীয় বিএনপির শীর্ষ নেতৃবৃন্দসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন ও অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তারা বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠা ও দেশের মানুষের অধিকার রক্ষায় তিনি আজীবন আপসহীন সংগ্রাম করে গেছেন।
গায়েবানা জানাযা ও দোয়া মাহফিলে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়। পুরো হিলি এলাকায় দিনভর ছিল শোকের আবহ।
© 71 Vision ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত
সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।