অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ৩০ ডিসেম্বার ২০২৫, সময়ঃ ০৮:৫৬
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি :-বগুড়ার আদমদীঘিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা মাদক বিরোধী অভিযান চালিয়ে ৫০০গ্রাম গাঁজাসহ পাবন চন্দ্র বর্মন (৩১) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে।
গত সোমবার (২৯ ডিসেম্বর) বিকেলে উপজেলার আমবাড়িয়া গ্রাম থেকে উল্লেখিত পরিমান গাঁজাসহ তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত পাবন চন্দ্র বর্মন আদমদীঘি উপজেলার ছাতিয়ানগ্রাম ইউপির আমবাড়িয়া গ্রামের প্রহল্লাদ বর্মনের ছেলে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সান্তাহার ‘খ’ সাকের্লের পরিদর্শক আসলাম আলী মন্ডল জানান, গত সোমবার বিকেলে আদমদীঘি উপজেলার আমবাড়িয়া গ্রামে মাদক বিক্রয় করা হচ্ছে।
এমন গোপন সংবাদের ভিক্তিতে আমবাড়িয়া গ্রামের পাবন চন্দ্র বর্মনের বসতবাড়িতে অভিযান চালানো হয়। এসময় তার নিকট থেকে পলিথিনে মোড়ানো আবস্থায় ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার সহ তাকে গ্রেপ্তার করা হয়। এ ব্যাপারে আদমদীঘি থানায় পাবন চন্দ্র বর্মনের বিরুদ্ধে একটি মাদক মামলা দায়ের করা হয়েছে।
আবু মুত্তালিব মতি,আদমদীঘি বগুড়া প্রতিনিধি
© 71 Vision ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত
সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।