দেওয়ানগঞ্জে অবৈধ ইটভাটায় ১৫ লক্ষ টাকা জরিমানা


শাহ আলী বাচ্চু স্টাফ রিপোর্টার জামালপুর:-
জামালপুর জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে দেওয়ানগঞ্জ উপজেলায় ছাড়পত্রবিহীন অবৈধ ইটভাটা পরিচালনার দায়ে ৫টি ইটভাটায় মোবাইল কোর্ট পরিচালনা করে প্রতি ইটভাটায় ৩ লক্ষ টাকা করে মোট ১৫ লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়েছে। 
 

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দেওয়ানগঞ্জ উপজেলার মেসার্স দুর্গা ব্রিকস,মেসার্স মেঘনা ব্রিকস, মেসার্স যমুনা ব্রিকস,মেসার্স সেফিড ব্রিকস,এম এ বি ব্রিকস সহ মোট ৫টি ভাটায় মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মাহমুদুল ইসলাম।

 

প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন জেলা পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক সঞ্জিত বিশ্বাস ও সহকারী পরিচালক এ কে এম ছামিউল আলম কুরসি।

 

পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক এ কে এম ছামিউল আলম কুরসি বলেন,ইট পোড়ানোর লাইসেন্স, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ও মাটি কাটার অনুমতি না থাকায় এসব ইটভাটার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।পর্যায়ক্রমে সব ইটভাটায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

 

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মাহমুদুল ইসলাম বলেন,আমরা সব ইটভাটার কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দিয়েছি। নির্দেশনা অমান্য করে কেউ অবৈধভাবে ইটভাটা পরিচালনা করলে কঠোর আইনগত ব্যবস্থা নেয়া হবে।
 

 

 


প্রধান উপদেষ্টা সম্পাদকঃ মোঃ নুরুল ইসলাম ওমর, সাবেক এমপি ও বিরোধী দলীয় হুইপ, বাংলাদেশ জাতীয় সংসদ

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মাক্সুদুল আলম হাওলাদার

নির্বাহী সম্পাদকঃ এম নজরুল ইসলাম

ফোনঃ ০১৭১৭০১৬১৩০

যোগাযোগঃ অফিসঃ সাতমাথা, বগুড়া গাজীপুর অফিসঃ সিলমন, টঙ্গি, গাজীপুর

© 71 Vision ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।