দিনাজপুর-৬ আসনে বিএনপির প্রার্থী ডা. জাহিদ হোসেনের মনোনয়ন জমা


মোকছেদুল মমিন মোয়াজ্জেম,দিনাজপুর প্রতিবেদক:-আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মনোনয়ন দাখিলের শেষ দিনে দিনাজপুর-৬ আসনে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে দলের স্থায়ী কমিটির সদস্য ও চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. এজেডএম জাহিদ হোসেনের পক্ষে মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে।

 

সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে বিরামপুর উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা সুলতানা নীলার কাছে ডা. জাহিদ হোসেনের মনোনয়নপত্র জমা দেন তাঁর সহধর্মিণী ডা. শরিফা করিম স্বর্ণা।

 

মনোনয়ন জমা দেওয়ার সময় হাকিমপুর, বিরামপুর, নবাবগঞ্জ ও ঘোড়াঘাট উপজেলার বিএনপির বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় তারা আসন্ন নির্বাচনে বিপুল ভোটে বিজয় লাভের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন।

 

 


প্রধান উপদেষ্টা সম্পাদকঃ মোঃ নুরুল ইসলাম ওমর, সাবেক এমপি ও বিরোধী দলীয় হুইপ, বাংলাদেশ জাতীয় সংসদ

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মাক্সুদুল আলম হাওলাদার

নির্বাহী সম্পাদকঃ এম নজরুল ইসলাম

ফোনঃ ০১৭১৭০১৬১৩০

যোগাযোগঃ অফিসঃ সাতমাথা, বগুড়া গাজীপুর অফিসঃ সিলমন, টঙ্গি, গাজীপুর

© 71 Vision ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।