অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ২৮ ডিসেম্বার ২০২৫, সময়ঃ ১১:৪৮
নিজস্ব প্রতিবেদক,বগুড়া:-বগুড়া অনলাইন পোর্টাল ‘বগুড়া প্রতিদিন’–এর তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও কেক কর্তন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
রবিবার সন্ধ্যায় বগুড়া শহরের নাজ কমপ্লেক্সে অবস্থিত বগুড়া প্রতিদিনের কার্যালয়ে কেক কাটার মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকীর আনুষ্ঠানিকতা শুরু হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইমরান হোসেন সুলতান, সহসভাপতি, শ্রমিক দল বগুড়া জেলা শাখা।
বগুড়া প্রতিদিনের সম্পাদক ও "দৈনিক জবাবদিহি" এর জেলা প্রতিনিধি এস এম দৌলতের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক মো.রেজাউল ইসলাম রিয়াজ, মহাসচিব, বাংলাদেশ জাতীয়তাবাদী জিয়া প্রজন্ম দল (কেন্দ্রীয় কমিটি) ও সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি (কেন্দ্রীয় কমিটি)।
এছাড়াও উপস্থিত ছিলেন মোহাম্মদ ওয়াহিদুল ইসলাম, সভাপতি,বাংলাদেশ জাতীয়তাবাদী জিয়া প্রজন্ম, বগুড়া জেলা শাখা; মোহাম্মদ জিল্লুর রহমান, কেন্দ্রীয় সদস্য; অধ্যাপক মো.রেজাউল হক, সহসভাপতি,বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি, বগুড়া জেলা শাখা; মো. ইমরান ইমদাদ হোসেন,সভাপতি, কাহালু প্রেসক্লাব ও প্রতিনিধি দৈনিক দুরন্ত সংবাদ; মো. হারুন অর রশিদ,সাংগঠনিক সম্পাদক, কাহালু প্রেসক্লাব ও প্রতিনিধি, দৈনিক মুক্ত সকাল ও দৈনিক ঢাকা; মোহাম্মদ আব্দুল হান্নান, সদস্য, মহাস্থান প্রেসক্লাব; রাশিদুল ইসলাম টুকু, প্রতিনিধি দৈনিক একুশে বানী এবং দৈনিক জবাবদিহি শাজাহানপুর উপজেলা প্রতিনিধি সোহেল রানাসহ বিভিন্ন গণমাধ্যমকর্মী ও আমন্ত্রিত অতিথিবৃন্দ।
আলোচনা সভায় বক্তারা বলেন, স্বল্প সময়ের মধ্যেই বগুড়া প্রতিদিন বস্তুনিষ্ঠ, দায়িত্বশীল ও জনস্বার্থসংশ্লিষ্ট সংবাদ পরিবেশনের মাধ্যমে পাঠকের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে।ভবিষ্যতেও এই গণমাধ্যমটি সত্য ও ন্যায়ের পক্ষে থেকে পেশাদার সাংবাদিকতার মান বজায় রাখবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেন বক্তারা।
অনুষ্ঠান শেষে কেক কাটার মাধ্যমে তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন সম্পন্ন হয়।
© 71 Vision ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত
সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।