সকল দলের অংশগ্রহণে জাতীয় নির্বাচনের দাবিতে রাষ্ট্রপতি বরাবর হানিফ বাংলাদেশীর স্মারকলিপি পেশ


প্রেস বিজ্ঞপ্তি:-সকল দলের অংশগ্রহণে জাতীয় নির্বাচনের দাবিতে রাষ্ট্রপতি বরাবর হানিফ বাংলাদেশীর স্মারকলিপি পেশ

 

দেশ আজ মহাসংকট অতিক্রম করেছে, সংকট উত্তরণে সকল দলের অংশগ্রহণ ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের আয়োজন করতে আজ দুপুর ১২ টায় মহামান্য রাষ্ট্রপতিকে স্মারকলিপি দিয়েছে হানিফ বাংলাদেশী।

 

এ সম্পর্কে হানিফ বাংলাদেশী বলেন, আমি গত ১৫ বছর যাবত দেশে ভোটাধিকার, গণতš,¿ আইনের শাসন প্রতিষ্ঠার আন্দোলন করেছি। বিগত ৫ আগষ্ট ২০২৪ ছাত্র-জনতার রক্তের বিনিময়ে গণঅভ্যুত্থানে রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তন হয়েছে।

 

জনগণ আশাবাদী হয়েছিল দেশে শান্তি আসবে, দুর্নীতি কমবে। বাস্তবে কিছুই পরিবর্তন হয়নি বরং আগের তুলনায় বেড়েছে।দেশে মব সন্ত্রাসের অত্যাচারে মানুষের জানমালের নিরাপত্তা নেই। নারীদের ইজ্জতের নিরাপত্তা নেই। বাকস্বাধীনতা নেই।

 

বিশ্বাসের স্বাধীনতা নেই। এই ভয়ংকর পরিস্থিতি উত্তরণে প্রয়োজন সকল দলের অংশগ্রহণে একটি অন্তর্ভুক্তিমূলক নির্বাচন। মহামান্য রাষ্ট্রপতি রাষ্ট্রের অবিভাবক হিসেবে রাষ্ট্রকে মহাসংকট থেকে রক্ষা করতে সকল দলের অংশগ্রহণ নিশ্চিত করবেন এই প্রত্যাশা করি।

 

বার্তা প্রেরক,হানিফ বাংলাদেশী

 


প্রধান উপদেষ্টা সম্পাদকঃ মোঃ নুরুল ইসলাম ওমর, সাবেক এমপি ও বিরোধী দলীয় হুইপ, বাংলাদেশ জাতীয় সংসদ

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মাক্সুদুল আলম হাওলাদার

নির্বাহী সম্পাদকঃ এম নজরুল ইসলাম

ফোনঃ ০১৭১৭০১৬১৩০

যোগাযোগঃ অফিসঃ সাতমাথা, বগুড়া গাজীপুর অফিসঃ সিলমন, টঙ্গি, গাজীপুর

© 71 Vision ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।