অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ২৮ ডিসেম্বার ২০২৫, সময়ঃ ০৭:২০
মোঃমামুন হাওলাদার শিমুল ইন্দুরকানী প্রতি নিধি:-পিরোজপুরের ইন্দুরকানী উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার কাউন্সিলের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা বেলায়েত হোসেন হাওলাদার (৭৮) আর নেই। বার্ধক্যজনিত কারণে শনিবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার চারাখালী গ্রামের নিজ বাড়িতে তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, দুই মেয়ে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
রবিবার (২৮ ডিসেম্বর) সকালে সরকারি ইন্দুরকানী কলেজ মাঠে তাঁর জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
তাঁর জানাজায় উপস্থিত থেকে শোক প্রকাশ করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য প্রার্থী জননেতা মাসুদ সাঈদী এবং পিরোজপুর বিএনপির সাবেক আহ্বায়ক ও সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ আলমগীর হোসেন।
এছাড়াও শোক প্রকাশ করেন উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা আলী হোসেন, উপজেলা বিএনপির সভাপতি মো. ফরিদ হোসেন, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক হাওলাদার, সাবেক সাধারণনক সম্পাদক মো. ফায়জুল কবির তালুকদারসহ জেলা ও উপজেলার বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
© 71 Vision ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত
সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।