অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ২৭ ডিসেম্বার ২০২৫, সময়ঃ ১১:১৬
শাহ আলী বাচ্চু জামালপুর থেকে:-গতকাল শুক্রবার ২৬ ডিসেম্বর আনুমানিক সন্ধ্যা রাতে বগুড়া জেলার সারিয়াকান্দি উপজেলার কালিতলা ঘাট থেকে জামথল ঘাটে আসার পথে বিয়ের বরযাত্রীর ৪০জন যাত্রীসহ একটি নৌকা যমুনা নদীতে ঘন কুয়াশার কারণে মাঝপথে আটকা পড়ে।
বরযাত্রীবাহী নৌকায় থাকা সকলেই জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলারবিভিন্ন গ্রামের বাসিন্দা।
তীব্র ঘন কুয়াশায় উদ্ধার কাজ ব্যাহত হওয়ায় আজ শনিবার সকালে অনেকটা কুয়াশা কাটলে অন্য একটি নৌকার সাহায্যে বেলা ১১.৩০ ঘটিকায় জামথল ঘাটে উক্ত নৌকাটি পৌঁছায়।জেলা প্রশাসক, জামালপুর এর নির্দেশনা অনুযায়ী উপজেলা নির্বাহী অফিসার, মাদারগঞ্জ এবং ফায়ার সার্ভিস, মাদারগঞ্জ উক্ত স্থানে উপস্থিত থেকে সকল কার্যক্রমে সমন্বয় সাধন করেন। ফলে সকল বরযাত্রীদের নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়েছে।
মাদারগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান গত দুতিনদিন যাবত এই অঞ্চলে বিশেষ করে যমুনা নদীর অববাহিকায় তীব্র ঘন কুয়াশার কারণে নদী পারাপারে যাত্রীদের অসুবিধা হচ্ছে।
নৌকার মাঝিরা ঘন কুয়াশার কারণে দিক ভুলে যাচ্ছে এবং নৌকা চালাতে বিড়ম্বনার শিকার হচ্ছেন। যাত্রীদের দূর্ভোগ লাঘবের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা দিনের বেলায় নৌপথে যাতায়াতের পরামর্শ দিয়েছেন।
© 71 Vision ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত
সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।