অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ২৭ ডিসেম্বার ২০২৫, সময়ঃ ০৭:৪৪
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি:- বগুড়ার আদমদীঘিতে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটিয়ে গ্রামীণ রাস্তা পেয়ে স্বস্তি প্রকাশ করেছে গ্রামবাসী।
শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে আদমদীঘি উপজেলার কুন্দগ্রাম ইউপির প্যানেল চেয়ারম্যান মোসলিম উদ্দিন উপস্থিত থেকে গাদোঘাট গ্রামের একরাম হাজ্বী ও আব্দুল কুদ্দুসের জায়গা দিয়ে প্রায় ৬০ফিট রাস্তা দেওয়া হয়। দীর্ঘদিন যাবৎ রাস্তা না থাকায় স্থানীয় গ্রামবাসীদের চলাচলে বিঘœ ও বর্ষা মৌসুমে কাদাঁমাটিতে দুর্ভোগ পোহাতে হচ্ছিল।
এসময় উপস্থিত ছিলেন, ইউপি সদস্য মাহবুবুর রশিদ, গ্রামপুলিশ আকরাম হোসেন, উপজেলা ছাত্র বিষয়ক সম্পাদক সাজেদুর রহমান এ্যাঞ্জেল, উপজেলা শ্রমিক দলের সভাপতি বিপ্লব হোসেন,উপজেলা বিএনপির যুগ্ন সম্পাদক আব্দুল মজিদ,জেলা মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশনের সভাপতি মেজবাউল হাসান জিহাদ, বিএনপি নেতা রুহুল আমিন, যুবদল নেতা আজাদ হোসেন, কনক তালুকদারসহ স্থানীয় গ্রামবাসী।
কুন্দগ্রাম ইউপির প্যানেল চেয়ারম্যান মোসলিম উদ্দিন জানান, গাদোঘাট গ্রামের একটি গ্রামীণ রাস্তা না থাকায় স্থানীয় কিছু লোকজনের চলাচল করতে নানান সমস্যায় পড়তে হচ্ছিল।
সম্প্রতি এ বিষয়ে ওই গ্রামের বাসিন্দা আসমাউল হোসেন কুন্দগ্রাম ইউনিয়ন পরিষদে একটি লিখিত অভিযোগ করেন। এ অভিযোগের প্রেক্ষিতে গাদোঘাট গ্রামের একরাম হাজ্বী ও আব্দুল কুদ্দুসের জায়গায় তাদের সম্মতিতে জনস্বার্থে ৬০ফিট রাস্তা দেওয়া হয়েছে।
আবু মুত্তালিব মতি,আদমদীঘি বগুড়া প্রতিনিধি
© 71 Vision ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত
সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।