অনুর্ধ-১৫ জাতীয় ফুটবলের সেমিফাইনালে বগুড়া জেলা


ষ্টাফ রিপোর্টারঃ- বাংলাদেশ ফুটবল ফেডারেশন আয়োজিত জাতীয় অনুর্ধ্ব-১৫ ফুটবল টুর্ণামেন্টের সেমিফাইনালে পৌঁছেছে বগুড়া জেলা। শুক্রবার নোয়াখালী জেলা স্টেডিয়ামে ঝিনাইদহ জেলা দলকে ২-১ গোলে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করে বগুড়া।

 

খেলার প্রথমার্ধে সাকিবের গোলে এগিয়ে যায় বগুড়া। কিন্তু কিছুক্ষণের মধ্যেই গোল পরিশোধ করে সমতায় ফেরে ঝিনাইদহ। দ্বিতীয়ার্ধে জিমের গোলে আবারও এগিয়ে যায় বগুড়া শেষ পর্যন্ত ২-১ গোলে ম্যাচ জিতে নেয় বগুড়ার কিশোররা।

 

আগামী ২৮ ডিসেম্বর নোয়াখালী স্টেডিয়ামে টুর্ণামেন্টের সেমিফাইনাল অনুষ্ঠিত হবে।

 

বগুড়া জেলা দলের বিজয়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কাউন্সিলর ও বগুড়া জেলা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা খাজা আবু হায়াত হিরু দলের খেলোয়াড়, কোচ, ম্যানেজারসহ সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানিয়েছেন।


প্রধান উপদেষ্টা সম্পাদকঃ মোঃ নুরুল ইসলাম ওমর, সাবেক এমপি ও বিরোধী দলীয় হুইপ, বাংলাদেশ জাতীয় সংসদ

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মাক্সুদুল আলম হাওলাদার

নির্বাহী সম্পাদকঃ এম নজরুল ইসলাম

ফোনঃ ০১৭১৭০১৬১৩০

যোগাযোগঃ অফিসঃ সাতমাথা, বগুড়া গাজীপুর অফিসঃ সিলমন, টঙ্গি, গাজীপুর

© 71 Vision ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।