অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ২৭ ডিসেম্বার ২০২৫, সময়ঃ ১২:০০
এসএম সিরাজ বগুড়া:-বগুড়ায় আল আযহার একাডেমীর উদ্যোগে “আল আযহার বৃত্তি প্রকল্পের বৃত্তি পরীক্ষা-২০২৫” অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১০টা হতে দুপুর ১২টা পর্যন্ত দু’টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়। কেন্দ্র দু’টি হলো শহরের কলোনীস্থ আইডিয়াল নার্সিং কলেজ ও শাজাহানপুরের সাজাপুর-ফুলতলা মাদ্রাসা।
পরীক্ষা চলাকালে কেন্দ্র পরিদর্শন করেন সদর উপজেলার সহকারি শিক্ষা কর্মকর্তা (এটিও) মোমিনুর রহমান, শাজাহাপুরের এটিও আব্দুল ওয়াহেদ, আল আযহার একাডেমীর চেয়ারম্যান সেলিম রেজা, ব্যবস্থাপনা পরিচালক আলমগীর হোসেন,পরিচালক হারুনার রশিদ, আলাউদ্দিন সরকার, জুলফিকার আলী বাবু, মনজুর হোসেন ও শামিম রেজা। এবারের বৃত্তি পরীক্ষায় ১ম শ্রেণি হতে ৫ম শ্রেণি পর্যন্ত মোট ৪৩১ জন শিক্ষার্থী অংশগ্রহন করে।
দূর্নীতি অনিয়মের সাথে মাদরাসা ছাত্ররা
জড়িত নয় : মাদারাসা বোর্ড চেয়ারম্যান
বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মিয়া মোঃ নূরুল হক বলেছেন, বিগত সরকারের আমলে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা এদেশ থেকে পাচার হয়েছে।কিন্তু দূর্নীতি, অনিয়মের সাথে কোন মাদরাসা ছাত্র জড়িত নয়। কারন দ্বীনি শিক্ষায় শিক্ষিতরা কোন অন্যায় কাজের সাথে জড়িত হতে পারে না।
তাদের মধ্যে সবসময় খোদা ভীতি কাজ করে। তিনি বলেন, ছাত্র জনতার বিপ্লবের পর নতুন বাংলাদেশ গড়ার সময় এসেছে।তাই ইনসাফ পূর্ণ রাষ্ট্র গড়তে মাদরাসা ছাত্রদের ডাক্তার, ইন্জিনিয়ার, বিশ^বিদ্যালয় শিক্ষক, সাংবাদিক, বিচারপতি, সেনাপতি ,প্রশাসনে জায়গা করে নিতে হবে।
এতে সমাজে শান্তি প্রতিষ্ঠিত হবে। তিনি আরো বরেণ, বিগত ১৬ বছর মাদরাসা শিক্ষাকে অবহেলা করা হয়েছে। এখন এ শিক্ষার উন্নয়নে কাজ শুরু হয়েছে।
সরকার এখন মাদরাসা শিক্ষার বিরাজমান সমস্যা সমাধানে আন্তরিকভাবে কাজ করছে। তিনি শুক্রবার বিকেলে শহরের পৌর শহীদ টিটু মিলনায়তনে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। বগুড়া সিটি আইডিয়াল দাখিল মাদরাসা, বগুড়া ক্যাডেট ইন্টারন্যাশনাল মাদাসা ও বগুড়া ইন্টারন্যাশনাল হিফজ মাদরাসার প্রতিষ্ঠাতা সভাপতি মাওলনা আবু বকর ছিদ্দিকের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের উপপরীক্ষা নিয়ন্ত্রক ড. মোঃ মহাতাব হোসেন, বগুড়া জেলা শিক্ষা অফিসার মোঃ রমজান আলী আকন্দ, ইবনে সিনা মেডিকেল কলেজের প্রভাষক ডাঃ মুহাম্মাদ উমর হাসান ছিদ্দিকী ,অধ্যক্ষ মাওলানা ইসমাইল হোসেন,বগুড়া পৌরসভার সাবেক কাউন্সিলর অধ্যক্ষ এরশাদুল বারী এরশাদ।
অনুষ্ঠানে সাবেক কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ছাড়াও অভিভাবক সমাবেশ, ফলাফল ঘোষনা ও পুরস্কার বিতরন করা হয়। শেষে দোয়া পরিচালনা করেন বগুড়া কেন্দ্রীয় (বড় ) মসজিদের পেশ ইমাম মাওলানা মুফতি আব্দুল কাদের।
© 71 Vision ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত
সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।