ভূরুঙ্গামারীতে সড়ক দুর্ঘটনায় ১ মোটরসাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু


সাইফুর রহমান শামীম,কুড়িগ্রাম: কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারীতে বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক যুবকের মৃত‍্যু হ‌য়ে‌ছে।গুরুতর আহত হয়েছেন একজন। শুক্রবার সকাল ৮টার দিকে উপজেলার আন্ধারীরঝাড় ইউনিয়নের আন্ধারীরঝাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন ভূরুঙ্গামারী থানার ওসি আজিম উদ্দিন।

 

নিহত ফারুক আহম্মেদ (২৯) ভূরুঙ্গামারী উপজেলার পাথরডুবি ইউনিয়নের দক্ষিণ পাথরডুবি গ্রামের হারুন অর রশিদের ছে‌লে।এ ঘটনায় আহত হয়েছেন ফারুকের বন্ধু জাহাঙ্গীর আলম অপু (৩০)। তিনি ঢাকার কামরাঙ্গীর চর এলাকার বাসিন্দা।প্রত‍্যক্ষদর্শী পুলিশ ও জানায়, দুই বন্ধু মোটরসাইকেলে কুড়িগ্রাম যাওয়ার পথে আন্ধারীরঝাড় এলাকায় পৌঁছলে ঢাকা থেকে ভূরুঙ্গামারীগামী পাভেল এক্সপ্রেস বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।এতে মোটর সাইকেলচালক ফারুক ও অপু গুরুতর আহত হন।

 

স্থানীয়রা আহত দুজনকে ভূরুঙ্গামারী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ফারুককে মৃত ঘোষণা করেন।আহত জাহাঙ্গীর আলম অপুর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন‍্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

 

ভুরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি)  আজিম উদ্দিন সাংবাদিকদের  বলেন, দুর্ঘটনা কবলিত বাস ও মোটরসাইকেল পুলিশ হেফাজতে রয়েছে।
 


প্রধান উপদেষ্টা সম্পাদকঃ মোঃ নুরুল ইসলাম ওমর, সাবেক এমপি ও বিরোধী দলীয় হুইপ, বাংলাদেশ জাতীয় সংসদ

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মাক্সুদুল আলম হাওলাদার

নির্বাহী সম্পাদকঃ এম নজরুল ইসলাম

ফোনঃ ০১৭১৭০১৬১৩০

যোগাযোগঃ অফিসঃ সাতমাথা, বগুড়া গাজীপুর অফিসঃ সিলমন, টঙ্গি, গাজীপুর

© 71 Vision ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।