সাংবাদিক সমাজের প্রতি দায়িত্বশীল সহযোগিতা কামনা বিজিবির


মোকছেদুল মমিন মোয়াজ্জেম,দিনাজপুর প্রতিবেদক:-সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণ,আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং গুজব প্রতিরোধে সাংবাদিক সমাজের গঠনমূলক ও দায়িত্বশীল সহযোগিতা কামনা করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

 

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুরে জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি)-এর ক্যাফে রেস্টুরেন্টে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় এ আহ্বান জানানো হয়।

 

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন জয়পুরহাট ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ লতিফুল বারী, পিবিজিএমএস। তিনি বলেন, সীমান্ত ও সীমান্তসংলগ্ন এলাকায় কোনো অস্বাভাবিক তৎপরতা, সন্দেহজনক ব্যক্তি বা যানবাহনের চলাচল, চোরাচালান, মাদক, অস্ত্র কিংবা মানবপাচার সংক্রান্ত তথ্য পাওয়া গেলে তা দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করার ক্ষেত্রে সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

 

তিনি আরও বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সম্ভাব্য সহিংসতা, ভীতি প্রদর্শন, ভোটারদের ওপর চাপ সৃষ্টি, ভোটকেন্দ্র দখলের চেষ্টা কিংবা যেকোনো ধরনের বিশৃঙ্খলার আশঙ্কা থাকলে তা যাচাই-বাছাই করে দায়িত্বশীলভাবে উপস্থাপন করা প্রয়োজন। একই সঙ্গে সীমান্ত এলাকায় অবৈধ অর্থ প্রবাহ, সংঘবদ্ধ অপরাধী চক্রের তৎপরতা এবং মাঠপর্যায়ের বাস্তব চিত্র তুলে ধরার জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানান তিনি।

 

মতবিনিময় সভায় আরও উল্লেখ করা হয়, সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়া গুজব, ভুয়া ও উসকানিমূলক তথ্য শনাক্ত করে সত্যনিষ্ঠ ও যাচাইকৃত সংবাদ পরিবেশন করা অত্যন্ত জরুরি, যাতে জনমনে বিভ্রান্তি ও অযথা আতঙ্ক সৃষ্টি না হয়। পাশাপাশি সীমান্ত এলাকার সাধারণ জনগণের নিরাপত্তা-সংক্রান্ত উদ্বেগ, অভিযোগ ও প্রত্যাশা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তুলে ধরতে সাংবাদিকদের সহযোগিতা কামনা করা হয়।

 

নির্বাচনকালীন সময়ে জাতীয় স্বার্থ, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সামাজিক স্থিতিশীলতা বিবেচনায় রেখে সংযত, নিরপেক্ষ ও ভারসাম্যপূর্ণ সাংবাদিকতা চর্চার আহ্বান জানিয়ে বিজিবি আশাবাদ ব্যক্ত করে যে, সাংবাদিক সমাজ রাষ্ট্রীয় গোপনীয়তা ও বাহিনীর অপারেশনাল নিরাপত্তা বিবেচনায় রেখে সংবাদ পরিবেশন করবেন এবং যাচাইহীন কিংবা অনুমানভিত্তিক তথ্য প্রকাশ থেকে বিরত থাকবেন।

 

মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন এডি মোহাম্মদ ইমরান হোসেন, পিবিজিএমএস, কোয়ার্টার মাস্টার, জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি)সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

 

 


প্রধান উপদেষ্টা সম্পাদকঃ মোঃ নুরুল ইসলাম ওমর, সাবেক এমপি ও বিরোধী দলীয় হুইপ, বাংলাদেশ জাতীয় সংসদ

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মাক্সুদুল আলম হাওলাদার

নির্বাহী সম্পাদকঃ এম নজরুল ইসলাম

ফোনঃ ০১৭১৭০১৬১৩০

যোগাযোগঃ অফিসঃ সাতমাথা, বগুড়া গাজীপুর অফিসঃ সিলমন, টঙ্গি, গাজীপুর

© 71 Vision ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।