অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ২৬ ডিসেম্বার ২০২৫, সময়ঃ ০২:৩৪
মোকছেদুল মমিন মোয়াজ্জেম,দিনাজপুর প্রতিবেদক:-দিনাজপুরের হিলিতে ট্রাকের চাপায় আলিফ হোসেন (২১) নামের এক মোটরসাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যার পর হাকিমপুর উপজেলার হিলি সিপি মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত আলিফ হোসেন পৌর শহরের চন্ডিপুর গ্রামের এনামুল হকের ছেলে।
হাকিমপুর (হিলি) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আলিফ হোসেন মোটরসাইকেলযোগে হিলি স্থলবন্দরের চারমাথা মোড় থেকে সিপি মোড়ের দিকে যাচ্ছিলেন। এ সময় বিরামপুর থেকে আসা একটি ট্রাক হিলি সিপি মোড়ে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের চাকায় পিষ্ট হন তিনি।
স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। তবে দিনাজপুর নেওয়ার পথে তার মৃত্যু হয়।
ওসি জাকির হোসেন আরও জানান, দুর্ঘটনায় জড়িত ঘাতক ট্রাক ও চালককে আটক করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ ও মামলা প্রক্রিয়া চলমান রয়েছে।
© 71 Vision ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত
সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।