তারেক রহমানের আগমনে জামালপুর থেকে ঢাকা উদ্দেশে বিএনপির প্রায় লক্ষাধিক নেতাকর্মী


শাহ আলী বাচ্চু জামালপুর থেকে:-বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান 
সূদীর্ঘ প্রায় ১৮ বছরের নির্বাসিত জীবনের অবসান ঘটিয়ে ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন ।তার এই প্রত্যাবর্তনকে কেন্দ্র করে জামালপুর জেলা বিএনপির পক্ষ থেকে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। ইতোমধ্যে দলের পক্ষ থেকে জামালপুর থেকে প্রায় ৩০০টি বাস ও ২০০টি মাইক্রোবাসসহ প্রাইভেটকার নেতাকর্মী ও সমর্থকদের ঢাকায় যাবার  প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। 

বুধবার (২৪ ডিসেম্বর) গনমাধ্যমেকে বিষয়টি নিশ্চিত করেন জামালপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম সজীব খান।
 

বৃহস্পতিবার ২৫ ডিসেম্বর তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন উপলক্ষে জেলার শীর্ষস্থানীয় নেতারা ও বিএনপির মনোনীত প্রার্থীরা স্ব স্ব নির্বাচনী এলাকায় কয়েক দিন ধরে দফায় দফায় বৈঠক করেছেন। 

 

পাঁচটি সংসদীয় আসনে ৭টি উপজেলা ও ৮টি পৌরসভা পৃথকভাবে  ২০টি করে বাস  দেয়াতে  মোট ৩০০টি বাস প্রস্তুত রাখা হয়েছে। এ ছাড়া  ১টি  স্পেশাল , ৪টি আন্তঃনগর ও ১টি কমিউটার ট্রেনসহ  ব্যক্তিগতভাবেও নেতাকর্মীরা ঢাকায় যাবেন বলে জানা গেছে। 
 

জামালপুর রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার আকতার হোসেন সেখ জানান, মঞ্জুরুল আহসান সুমন নামে একজন জামালপুর স্পেশাল ট্রেন ভাড়া করেছেন এবং তিনি ভাড়া পরিশোধ করেছেন। ট্রেনটি জামালপুর থেকে ময়মনসিংহ, গফরগাঁও, জয়দেবপুর ও বিমান বন্দর স্টেশন হয়ে ঢাকায় পৌছবে।

 

২৫ ডিসেম্বর ভোর ৫টার জামালপুর থেকে ছেড়ে যাবে এবং একই দিন সন্ধ্যা ৭টায় ট্রেনটি ঢাকা থেকে জামালপুরের উদ্দেশ্যে রওনা করবে।
 

পাশাপাশি নেতাকর্মীদের যাতায়াত নির্বিঘ্ন রাখতে আলাদা আলাদা সমন্বয় টিম গঠন করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কেন্দ্রীয় কর্মসূচির নির্দেশনা মেনে চলার আহ্বানও জানানো হয়েছে।

 

জামালপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার আহানুসজ্জামান রুমেল জানান, তারেক রহমান শুধু একজন নেতাই নন, তিনি গণতন্ত্র পুনরুদ্ধারের প্রতীক। তার আগমন উপলক্ষে জামালপুরসহ সারা দেশের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। আমরা শান্তিপূর্ণ ও শৃঙ্খলাবদ্ধভাবে ঢাকায় যাব।

 

জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম সজীব খান বলেন, তারেক রহমানের আগমন উপলক্ষে জামালপুর জেলা বিএনপির শীর্ষ নেতারা গত কয়েক দিন ধরে দফায় দফায় বৈঠক করেছেন। 

 

জেলার ৫টি সংসদীয় আসনের জন্য আলাদাভাবে পরিবহন ব্যবস্থা করা হয়েছে। প্রতিটি আসনের উপজেলা ও পৌরসভা থেকে ২০টি করে বাস ভাড়া করে মোট ৩০০টি বাস বুধবার ২৪ ডিসেম্বর রাতে ১২টার সময় জামালপুর শহরের মালগুদাম রোড় থেকে ঢাকার উদ্দেশে নেতাকর্মীদের নিয়ে রওনা করবে।
 

সদর উপজেলা বিএনপির সভাপতি শফিউর রহমান সফি বলেন, তারেক রহমানের দেশে ফেরা দেশের রাজনীতিতে নতুন দিগন্ত উন্মোচন করবে।আমাদের নেতা জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক, জেলা বিএনপির সাধারণ সম্পাদক- ও বিএনপির জামালপুর (সদর) ৫ আসনের মনোনীত প্রার্থী এডভোকেট শাহ্ ওয়ারেছ আলী মামুনের নেতৃত্বে জামালপুর সদর উপজেলা ও পৌরসভা বিএনপির পক্ষ থেকে বিপুলসংখ্যক নেতাকর্মী ২৪ ডিসেম্বর রাতে ঢাকা যাওয়ার উদ্দেশে রওয়ানা করেছে। জামালপুর সদর উপজেলার  বিএনপির সাধারণ সম্পাদক রুহুল আমিন মিলন বলেন, এটি শুধু একটি রাজনৈতিক কর্মসূচি নয়, এটি গণতন্ত্রকামী মানুষের আবেগের বহিঃপ্রকাশ। 

 

নেতাকর্মীদের নিরাপত্তা, যাতায়াত ও সার্বিক ব্যবস্থাপনা নিশ্চিত করতে আমরা সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছি। কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী সবকিছু সম্পন্ন করা হচ্ছে।জামালপুর সদর উপজেলার  বিএনপি ঐক্যবদ্ধভাবে এই কর্মসূচিতে অংশ নেবে।

 

সদর উপজেলা বিএনপির সহ-সভাপতি অধ্যাপক মোকছেদুর রহমান হারুন বলেন, তারেক রহমানের প্রত্যাবর্তনের মধ্য দিয়ে দেশের রাজনীতিতে ইতিবাচক পরিবর্তনের সূচনা হবে।

 

জামালপুরে মানুষ স্বতঃস্ফূর্তভাবে এই কর্মসূচিতে অংশ নেবে।দলীয়ভাবে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। 

তবে অনেকেই আনুষ্ঠানিক প্রস্তুতির অপেক্ষা না করে ইতোমধ্যে নিজ উদ্যোগে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছেন। মানুষের অন্তর থেকে ভালোবাসা ও আবেগের জায়গা থেকে হাজার হাজার মানুষ প্রিয় নেতা,গণতন্ত্রের পথিকৃৎ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ,সাবেক প্রধানমন্ত্রী ও গণতন্ত্রের মা খ্যাত খালেদা জিয়ার সন্তান তারেক রহমানকে এক নজর দেখতে এবং তার বক্তব্য শোনার জন্য সমবেত হতে শুরু করেছেন ঢাকার কুড়িল বিশ্বরোডের পূর্বাচল ৩০০ফুটে ।
 

জামালপুর সদর উপজেলা শরিফপুর ইউনিয়ন যুবদলের সভাপতি মেহেদী হাসান কনক 
বলেন, দেখা যাচ্ছে দলীয় প্রস্তুতির চেয়েও সাধারণ মানুষের ব্যক্তিগত প্রস্তুতি অনেক বেশি। কোনো নেতার প্রত্যাবর্তনকে ঘিরে এমন স্বতঃস্ফূর্ত প্রস্তুতি বাংলাদেশের রাজনীতির ইতিহাসে একটি স্মরণীয় অধ্যায় হয়ে থাকবে বলেই আমি মনে করি। ঢাকা অবস্থানরত নেতাকর্মী ও সমর্থকেরা তো থাকবেনই, পাশাপাশি জামালপুরসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিপুলসংখ্যক মানুষ একদিন আগেই ঢাকায় যোগ দিচ্ছেন।

 

তিনি আরো বলেন, জামালপুর (সদর)-৫; আসনের বিএনপির মনোনীত প্রার্থী জাতীয় নির্বাহী কমিটির  সহ সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট শাহ্ ওয়ারেছ আলী মামুনের নেতৃত্বে যুবদলের নেতাকর্মীরা ২৪ ডিসেম্বর সন্ধ্যায় সভাস্থলে পৌঁছে গেছেন । একদিন আগেই  রাজধানীতে মানুষের ঢল নামেছে। 

 

তিনি আরো বলেন,এ সময় একটি বিষয় বিশেষভাব উপলব্ধি করে বলেন, এত মানুষের আগমনে খাবার ও নিত্যপ্রয়োজনীয় জিনিসের চাহিদা বাড়বে পারে। তাই তিনি ঢাকাগামী সকল নেতাকর্মীদের শুকনো খাবার ও পানি সাথে আনার অনুরোধ জানান।
 

অপরদিকে তিনি আহ্বান জানান,খাদ্য পণ্যের ব্যবসার সঙ্গে জড়িত ব্যবসায়ীদের নিকট বিষয়টি বিবেচনায় রেখে দাম সহনীয় রাখার অনুরোধ করেছেন।
 

 


প্রধান উপদেষ্টা সম্পাদকঃ মোঃ নুরুল ইসলাম ওমর, সাবেক এমপি ও বিরোধী দলীয় হুইপ, বাংলাদেশ জাতীয় সংসদ

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মাক্সুদুল আলম হাওলাদার

নির্বাহী সম্পাদকঃ এম নজরুল ইসলাম

ফোনঃ ০১৭১৭০১৬১৩০

যোগাযোগঃ অফিসঃ সাতমাথা, বগুড়া গাজীপুর অফিসঃ সিলমন, টঙ্গি, গাজীপুর

© 71 Vision ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।