অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ২৫ ডিসেম্বার ২০২৫, সময়ঃ ০৭:৪৮
কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মো. মোশারফ হোসেনকে এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কাহালু-নন্দীগ্রাম আসনে বিএনপির চূড়ান্ত প্রার্থী হিসেবে ঘোষনা করা হয়েছে। বুধবার রাতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলীয় প্যাডে বিষয়টি নিশ্চিত করেন। উল্লেখ্য যে, ২০১৮ সালে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ওই আসন হতে আলহাজ্ব মো. মোশারফ হোসেন বিপুল ভোটে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।
© 71 Vision ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত
সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।