কাহালু হাটখোলাপাড়া (পালপাড়া) মসজিদের উদ্যোগে তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত


কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ গত বুধবার রাতে বগুড়ার কাহালু পৌর এলাকার হাটখোলাপাড়া (পালপাড়া) আহম্মেদ আলীর চাতালে অত্র মসজিদের উদ্যোগে ২৭ তম তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হয়।
তাফসিরুল কোরআন মাহফিলে সভাপতিত্ব করেন অত্র মসজিদের সেক্রেটারী ও গ্রীন ভিউ মডেল মাদরাসার সভাপতি আলহাজ্ব মো. ফখরুল ইসলাম। 
অত্র মসজিদের সহ-সাধারণ সম্পাদক ও পাঁচপীর মাজার বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো. আব্দুল মান্নান এর সঞ্চালনায় উক্ত তাফসিরুল কোরআন মাহফিলে প্রধান বক্তা হিসেবে কোরআন ও হাদিস থেকে আলোচনা করেন মাই টিভি এর ইসলামী আলোচক মাওলানা মো. জুলফিকার আলী আনছারী। দ্বিতীয় বক্তা হিসেবে কোরআন ও হাদিস থেকে আলোচনা করেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মোফাচ্ছেরে কোরআন হযরত মাওলানা মো. আব্দুল্লাহ আল মাসুদ (নিজামী)। তৃতীয় বক্তা হিসেবে কোরআন ও হাদিস থেকে আলোচনা করেন কাহালু হাটখোলাপাড়া (পালপাড়া) মসজিদের ইমাম মাওলানা মো. আবু বকর। তাফসিরুল কোরআন মাহফিলে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাহালু পৌরসভার সাবেক কাউন্সিলর আরিফুল ইসলাম, হাফেজ নজরুল ইসলাম সাইফুল, নজরুল ইসলাম কুদ্দুস, কাহালু সরকারি কলেজ মসজিদের ইমাম আলহাজ্ব আব্দুল জোব্বার প্রামানিক, কাহালু মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আব্দুল মতিন। 
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কাহালু হাটখোলাপাড়া (পালপাড়া) মসজিদের সভাপতি আব্দুল জোব্বার সরদার, অত্র মসজিদের সদস্য জিয়াউর রহমান জিয়া, বেলাল হোসেন, হাফিজুর রহমান, আব্দুল হান্নান, আব্দুল আলীম, জহুরুল ইসলাম, আবু সাঈদ সহ ধর্মপ্রাণ মুসল্লীবৃন্দ ও পর্দার আড়ালে মা-বোনেরা। বৃহস্পতিবার সকাল ৮ ঘটিকায় একই স্থানে শুধু মহিলাদের উদ্দ্যেশে ওয়াজ নছিরত ফরমাইরেন মহিলা বক্তা আলেমা মোছা. রাবেয়া বসরী।
 


প্রধান উপদেষ্টা সম্পাদকঃ মোঃ নুরুল ইসলাম ওমর, সাবেক এমপি ও বিরোধী দলীয় হুইপ, বাংলাদেশ জাতীয় সংসদ

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মাক্সুদুল আলম হাওলাদার

নির্বাহী সম্পাদকঃ এম নজরুল ইসলাম

ফোনঃ ০১৭১৭০১৬১৩০

যোগাযোগঃ অফিসঃ সাতমাথা, বগুড়া গাজীপুর অফিসঃ সিলমন, টঙ্গি, গাজীপুর

© 71 Vision ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।