র‌্যাবের পৃথক অভিযানে বিপুল মাদকসহ গ্রেফতার ৪


মোকছেদুল মমিন মোয়াজ্জেম, দিনাজপুর প্রতিবেদক:-
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১৩ এর পৃথক দুটি অভিযানে বিপুল পরিমাণ অবৈধ মাদকদ্রব্য জব্দসহ চারজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। জব্দকৃত মাদকের মধ্যে রয়েছে ৩৯৫ পিচ ইয়াবা ট্যাবলেট এবং ৩৬৪ বোতল উইনকেরেক্স (ফেন্সিডিল জাতীয়)।

 

বুধবার (২৪ ডিসেম্বর) সকালে র‌্যাব জানায়, র‌্যাব-১৩ এর মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে গত ২২ ডিসেম্বর তারিখ সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে র‌্যাব-১৩, সিপিসি-৩, গাইবান্ধা ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে গাইবান্ধা সদর থানাধীন কামারজানি বাজার এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে ব্রহ্মপুত্র নদীর পূর্ব পাশে ৫নং ওয়ার্ডের কড়াইবাড়ি চর এলাকা থেকে দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। 
 

এ সময় তাদের দেহ তল্লাশি করে কালো রঙের দুটি এয়ারটাইট পলিপ্যাকেটের ভেতর থেকে ৩৯৫ পিচ ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

 

গ্রেফতারকৃতরা হলেন, মোঃ ইমান হোসেন (৩৮), পিতা- মৃত আব্দুর রশিদ এবং মোঃ আজম আলী (৩৪), পিতা- মোঃ আব্দুল মজিদ আলী।
 

উভয়ের বাড়ি গাইবান্ধা জেলার কামারজানি ইউনিয়নের কড়াইবাড়ি এলাকায়।

 

এছাড়া পৃথক আরেকটি অভিযানে ২৩ ডিসেম্বর দুপুর ১২টা ৫০ মিনিটে দিনাজপুর জেলার কোতয়ালী থানাধীন দক্ষিণ দাইনুর সাকিন এলাকায় অভিযান চালায় র‌্যাব-১৩। 
 

অভিযানে গ্রেফতারকৃতদের বসতঘরে তল্লাশি চালিয়ে ঘরের পশ্চিম পাশে খাটের নিচে রাখা প্লাস্টিকের চারটি বস্তা থেকে ৩৬৪ বোতল উইনকেরেক্স জব্দ করা হয়।

 

এ ঘটনায় গ্রেফতারকৃতরা হলেন, মোঃ জালাল (২৫), পিতা- মীর আলী এবং মোঃ মোশারফ হোসেন (৫৫), পিতা- মৃত কুমির উদ্দীন। তারা উভয়েই দিনাজপুর কোতয়ালী থানার দক্ষিণ দাইনুর এলাকার বাসিন্দা।

র‌্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেফতারকৃত আসামিরা দীর্ঘদিন ধরে গাইবান্ধা ও দিনাজপুর জেলার বিভিন্ন এলাকা থেকে অবৈধ মাদক সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে কৌশলে সরবরাহ করে আসছিল। তারা অভিনব পদ্ধতিতে মাদক পরিবহন ও ব্যবসা পরিচালনা করত।

 

গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আসামি ও জব্দকৃত আলামত সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

 

র‌্যাব-১৩ সূত্রে আরও জানানো হয়, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।


 


প্রধান উপদেষ্টা সম্পাদকঃ মোঃ নুরুল ইসলাম ওমর, সাবেক এমপি ও বিরোধী দলীয় হুইপ, বাংলাদেশ জাতীয় সংসদ

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মাক্সুদুল আলম হাওলাদার

নির্বাহী সম্পাদকঃ এম নজরুল ইসলাম

ফোনঃ ০১৭১৭০১৬১৩০

যোগাযোগঃ অফিসঃ সাতমাথা, বগুড়া গাজীপুর অফিসঃ সিলমন, টঙ্গি, গাজীপুর

© 71 Vision ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।