কুড়িগ্রামের ঢলুয়াবাড়ী সীমান্তে নারীসহ ৯ ভারতীয় নাগরিককে পুশ-ইন বিএসএফের


সাইফুর রহমান শামীম,কুড়িগ্রাম:-কুড়িগ্রামের সীমান্ত দিয়ে নারীসহ ৯ জন ভারতীয় নাগরিককে বাংলাদেশে পুশ-ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী (বিজিবি) দাবি করেছে, পুশ-ইন করা ব্যক্তিদের আটক করে একই সীমান্তপথে ফেরত পাঠানো হয়েছে।বিজিবি ও স্থানীয় সীমান্তবাসী সূত্রে জানা যায়, গত মঙ্গলবার মধ্যরাতে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কেদার ইউনিয়নের ঢলুয়াবাড়ী সীমান্ত দিয়ে তিনজন নারীসহ মোট ৯ জন ভারতীয় নাগরিককে বাংলাদেশে পুশ-ইন করে বিএসএফ।

 

ভোরে তারা বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে কেদার ইউনিয়নের সাহেবেরখাষ এলাকায় বিভিন্ন সড়ক দিয়ে চলাচলের সময় গোলের হাট ও কচাকাটা বাজার এলাকায় বিজিবির হাতে আটক হন। 

 

আটকদের মধ্যে ভারতের আসাম রাজ্যের বঙ্গাইগাঁও জেলার জুবিগোবা থানার মালেগড় এলাকার বাসিন্দা শাহার আলী জানান, তারা দীর্ঘদিন ডিটেনশন ক্যাম্পে ছিলেন। পরে বিএসএফ তাদের রাতের আঁধারে কাঁটাতারের বেড়া অতিক্রম করে বাংলাদেশে প্রবেশ করিয়ে দেয়। তাদের দলে নারীসহ মোট নয়জন ছিলেন।

 

এ বিষয়ে বিজিবির কুড়িগ্রাম-২২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক  সাংবাদিকদের জানান, পুশ-ইন করা ব্যক্তিরা সীমান্ত এলাকার মধ্যেই অবস্থান করছিলেন। তাদের আটক করে একই পথে ফেরত পাঠানো হয়েছে।

 

তিনি আরও বলেন, এ ধরনের ঘটনায় বিএসএফের সঙ্গে আনুষ্ঠানিকভাবে আলোচনা করা হবে।
 


প্রধান উপদেষ্টা সম্পাদকঃ মোঃ নুরুল ইসলাম ওমর, সাবেক এমপি ও বিরোধী দলীয় হুইপ, বাংলাদেশ জাতীয় সংসদ

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মাক্সুদুল আলম হাওলাদার

নির্বাহী সম্পাদকঃ এম নজরুল ইসলাম

ফোনঃ ০১৭১৭০১৬১৩০

যোগাযোগঃ অফিসঃ সাতমাথা, বগুড়া গাজীপুর অফিসঃ সিলমন, টঙ্গি, গাজীপুর

© 71 Vision ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।