ভোলায় গভীর রাতে হত্যার চেষ্টা,মুমূর্ষু অবস্থায় হাসপাতালে ভর্তি


স্টাফ রিপোর্টার:-পূর্ব শক্রতার জের ধরে ভোলার ইলিশায় লিটন রাঢ়ী নামের এক ব্যক্তিকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে হোসেন গংদের বিরুদ্ধে। 
 

গতকাল রাতে পূর্ব ইলিশা গুপ্তমুন্সী এলাকায় এ ঘটনা ঘটে। 
 

ভুক্তভোগী ও স্থানীয়রা জানান, লিটন রাঢ়ী ও হোসেন গংদের সাথে দীর্ঘদিন জমিজমা নিয়ে বিরোধ চলে আসছে। 
 

ওই বিরোধের জের ধরে পূর্ব-পরিকল্পিত ভাবে হোসেন ও তার ছেলে ইব্রাহিম-সোহেল গভীর রাতে লিটন রাঢ়ীকে তার বাড়ীর সামনে হত্যার উদ্দেশ্য আঘাত করে। পরবর্তীতে লিটন লাঢ়ীর ডাক-চিৎকারে স্থানীয়রা উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ভর্তি করিয়েছে। 
 

এ ঘটনায় অভিযুক্তদের সাথে যোগাযোগ করার চেষ্টা করলেও পাওয়া যায়নি। 
 

ভোলা সদর থানার ওসি মনিরুল ইসলাম কে ফোন দিলেও তিনি রিছিভ না করায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

 


প্রধান উপদেষ্টা সম্পাদকঃ মোঃ নুরুল ইসলাম ওমর, সাবেক এমপি ও বিরোধী দলীয় হুইপ, বাংলাদেশ জাতীয় সংসদ

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মাক্সুদুল আলম হাওলাদার

নির্বাহী সম্পাদকঃ এম নজরুল ইসলাম

ফোনঃ ০১৭১৭০১৬১৩০

যোগাযোগঃ অফিসঃ সাতমাথা, বগুড়া গাজীপুর অফিসঃ সিলমন, টঙ্গি, গাজীপুর

© 71 Vision ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।