অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ২৪ ডিসেম্বার ২০২৫, সময়ঃ ০২:৪৯
স্টাফ রিপোর্টার:-রাশিয়ান হাউস ইন ঢাকার পরিচালক মিস আলেক্সান্দ্রা খ্লেভনয় বলেছেন, রাশিয়ান হাউস দূতাবাসের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে সংস্কৃতি, শিক্ষা, বিজ্ঞান ক্ষেত্রের উন্নয়নের পাশাপাশি দুই দেশের জনগণের মাঝে সম্পর্কের সেতুবন্ধনে গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে ভূমিকা পালন করছে। আগামী দিনে এই সম্পর্ক আরো জোরদার করা হবে।
সোমবার সকালে রাশিয়ান দূতাবাসের উদ্যোগে ২০২৫ সালের বর্ষশেষ সংবাদিক সম্মেলনে রাশিয়ান হাউস কর্তৃক সফলভাবে বাস্তবায়িত প্রধান প্রকল্পসমূহ উপস্থাপনকালে তিনি এই মন্তব্য করেন। অনুষ্ঠানে ঢাকাস্থ রুশ হাউজের পরিচালক খ্লেভনয় রাশিয়ান ফেডারেশনের দূতাবাস ও বাংলাদেশের গণমাধ্যম অংশীদারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ২০২৫ সালে পরিচালিত মানবিক, সাংস্কৃতিক ও শিক্ষামূলক কার্যক্রমের সংক্ষিপ্ত বিবরণ তুলে ধরেন।
তিনি সাংস্কৃতিক কূটনীতিকে চলতি বছরে সহযোগিতার অন্যতম দৃশ্যমান ক্ষেত্র হিসেবে উল্লেখ করেন। কনসার্ট, লোকসংগীত ও লোকনৃত্য পরিবেশনা, জাতীয় দিবস উদ্যাপন, চলচ্চিত্র প্রদর্শনী এবং স্মরণানুষ্ঠানসহ নানা উদ্যোগের কথা তুলে ধরেন, যা ঢাকায় হাজারো দর্শককে একত্রিত করেছে।
এসব বৃহৎ জনসমাগমপূর্ণ আয়োজন দুই দেশের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ককেও আরও দৃঢ় করেছে এবং রাশিয়া-বাংলাদেশ সম্পর্কের ঐতিহাসিক ভিত্তি ও যৌথ স্মৃতির প্রতি পারস্পরিক শ্রদ্ধা প্রতিফলিত করেছে। রুশ হাউজ পরিচালক ২০২৬ সালে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য রুশ সরকারের বৃত্তির সংখ্যা বৃদ্ধি করে ২'শ তে উন্নীত করার সিদ্ধান্তকে মানবসম্পদ উন্নয়ন ও দ্বিপাক্ষিক সম্পর্কের যৌথ ভবিষ্যতের জন্য একটি গুরুত্বপূর্ণ বিনিয়োগ হিসেবে উল্লেখ করেন।
তিনি রাশিয়ান ভাষা শিক্ষা, একাডেমিক ও গবেষণা সহযোগিতা এবং শিক্ষার্থী বিনিময় কর্মসূচি অব্যাহত রাখার ক্ষেত্রে রাশিয়ান হাউসের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন এবং আগামী বছরে শিক্ষা ও সাংস্কৃতিক সহযোগিতা আরও সম্প্রসারণের বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।
এছাড়াও রাশিয়ান হাউস রাশিয়ান ভাষা শিক্ষা, একাডেমিক বিনিময় এবং শিক্ষামূলক সেমিনারের মাধ্যমে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য নতুন সুযোগ সৃষ্টি করে চলেছে।
সাংবাদিক সম্মেলনের অংশ হিসেবে আন্তর্জাতিক প্রামাণ্যচিত্র চলচ্চিত্র উৎসব আরটি.ডক: টাইম অফ আওয়ার হিরোস আনুষ্ঠানিকভাবে উপস্থাপন করেন আর.টি ডক ডকুমেন্টারি চ্যানেলের নির্মাতা মি. দিমিত্রি খ্রুস্তালেভ। এ সময় রাশিয়ান হাউজের পরিচালক তাকে উপস্থিত সকলের সাথে পরিচয় করিয়ে দেন।
© 71 Vision ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত
সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।