অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ২৩ ডিসেম্বার ২০২৫, সময়ঃ ০২:৪৩
মোকছেদুল মমিন মোয়াজ্জেম,দিনাজপুর প্রতিবেদক:-দিনাজপুরের সীমান্তবর্তী এলাকায় অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে পারাপারের সময় মানবপাচারকারীসহ তিনজন বাংলাদেশি নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সোমবার বিকেল আনুমানিক সাড়ে ৪টার দিকে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধীনস্থ চাপসার বিওপি এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
এ সময় সীমান্ত মেইন পিলার ৩৪৮ থেকে প্রায় ১০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার ভাতুরিয়া ইউনিয়নের রামপুর নামক সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধভাবে ভারতে পারাপারের চেষ্টা কালে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন, মানবপাচারকারী মোঃ সাদ্দাম হোসেন (৩৬), পিতা মোঃ ইয়াছিন আলী, গ্রাম ভাতুরিয়া, থানা হরিপুর, জেলা ঠাকুরগাঁও।
এছাড়া আটক দুই বাংলাদেশি নাগরিক হলেন শ্রী বিষ্ণু রায় (২১), পিতা শ্রী গর্ভামেন্ট এবং বিষ্ণু জালী (২৫), পিতা কোমল ঝালী। তাদের উভয়ের বাড়ি ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল থানার রাউতনগর গ্রামে।
বিজিবি জানায়, আটককৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য হরিপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
বর্ডার গার্ড বাংলাদেশ সীমান্ত সুরক্ষা ও সীমান্তবর্তী এলাকার মানুষের জানমাল রক্ষায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে। চোরাচালান, মাদক, মানব ও অস্ত্র পাচারসহ বিভিন্ন আন্তঃসীমান্ত অপরাধ দমনে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে।
এদিকে সীমান্তে মানবপাচার ও অবৈধ অনুপ্রবেশ রোধে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানিয়েছে বিজিবি কর্তৃপক্ষ।
© 71 Vision ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত
সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।