অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ২২ ডিসেম্বার ২০২৫, সময়ঃ ০৮:৩৩
বগুড়া অফিস:- বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। বগুড়া জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি মো. আসলাম হোসেনের উদ্যোগে রবিবার (২১ ডিসেম্বর) বাদ এশা বগুড়া শহরের নারুলী এলাকায় অবস্থিত তাঁর অফিস কার্যালয়ে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বগুড়া জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল হামিদ মিটুল, জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুল ওয়াদুদ, আন্তঃজেলা ট্রাক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি রাসেল মন্ডল, জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শামসুজ্জামান সামছু, সাংগঠনিক সম্পাদক আজাদুল হক উজ্জ্বল, আন্ত:জেলা ট্রাক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক আল আমিন,জেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক এস আলম,জেলা বিএনপির সহ শ্রম বিষয়ক সম্পাদক মোহাম্মদ আলী, জেলা শ্রমিক দলের সহ-সভাপতি আজিজুল হক রাজা, সহ সভাপতি আফজল হোসেন, সহ সাধারণ সম্পাদক সাইফুর রহমান শামীম, বগুড়া শহর শ্রমিক দলের আহ্বায়ক নুরুল হুদা, যুগ্ম আহ্বায়ক আহছান ছাব্বির সোহাগ, যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন, নারুলী পুলিশ ফাঁড়ির ইনচার্জ (আইসি) মাসুদ করিম, জেলা মোটর শ্রমিক ইউনিয়নের প্রচার সম্পাদক সাজ্জাদ হোসেন পিন্টু, কোষাধ্যক্ষ মোতালেব ফকির, সমাজ কল্যান সম্পাদক লুৎফর রহমান, ধর্মীয় সম্পাদক সামছুল আলম কামরুল, অভ্যান্তরিন সড়ক সম্পাদক জিয়াউর রহমান জিয়া,জেলা হোটেল শ্রমিক দলের সভাপতি সাদেক আলী, জেলা রিক্সা- ভ্যান শ্রমিক দলের সাধারণ সম্পাদক বি এম বকুল, মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাহী সদস্য শেখ ফরিদ, আনিছার রহমান, আব্দুল মমিন আকন্দ, জাহাঙ্গীর আলম, সুমন বাঙালী, শ্রমিক দল নেতা মনিরুজ্জামান মনির, পল্টু, রাজিব, হাসান, জাকির হোসেন, এম এ তালুকদার সুমন সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এছাড়াও অনুষ্ঠানে নারুলী পুলিশ ফাঁড়ির অন্যান্য পুলিশ কর্মকর্তা, মোটর শ্রমিক ইউনিয়ন, আন্তঃজেলা ট্রাক পরিবহন শ্রমিক ইউনিয়ন ও শ্রমিক দলের বিভিন্ন স্তরের নেতা-কর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
দোয়া মাহফিলে দেশ ও জাতির কল্যাণ এবং বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
দোয়া মাহফিল শেষে অর্ধসহস্রাধিক নেতা-কর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও অসহায় দরিদ্র মানুষের মাঝে উন্নতমানের খাবার পরিবেশন করা হয়। এর মাধ্যমে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
© 71 Vision ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত
সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।