রংপুর জেলা বিএনপির আহবায়ক সাইফুল মনোনয়নপত্র সংগ্রহ করেছেন


 

পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন রংপুর জেলা বিএনপির আহŸায়ক সাইফুল ইসলাম। রোববার বিকেলে রংপুর-৬ পীরগঞ্জ আসনের সহকারি রির্টানিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে তিনি আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র সংগ্রহ করেন।
 

মনোনয়নপত্র সংগ্রহ শেষে সাইফুল ইসলাম সাংবাদিকদের বলেন, “জনগণের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে বিএনপি নির্বাচনে অংশ নিতে প্রস্তুত। পীরগঞ্জের মানুষ দীর্ঘদিন ধরে উন্নয়ন ও সুশাসন থেকে বঞ্চিত। নির্বাচিত হলে আমি এলাকার সার্বিক উন্নয়নে কাজ করব।” তিনি আরও বলেন, আমার সংসদীয় আসনে বেকার যুবদের কর্মসংস্থান সৃষ্টি করে বেকারত্ব হ্রাস করা। এছাড়াও রাস্তাঘাট নির্মাণ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়ন অগ্রাধিকার ভিত্তিতে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
 

এ সময় তার সঙ্গে ছিলেন পীরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মাহমুদুন্নবী চৌধুরী পলাশ, সাধারন সম্পাদক জাকির হোসেন, পৌর বিএনপির সভাপতি সাইফুল আজাদ মন্ডলসহ ছাত্রদল, যুবদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
 

মনোনয়নপত্র সংগ্রহকে কেন্দ্র করে উপজেলা বিএনপি কার্যালয় ও আশপাশের এলাকায় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। তারা বিভিন্ন ¯েøাগানের মাধ্যমে দলের জেলা পর্যায়ের এই শীর্ষ নেতাকে স্বাগত জানান।
 

দলীয় সূত্র জানায়, সাইফুল ইসলাম মনোনয়নপত্র জমা দেওয়ার পাশাপাশি আগামী দিনে পীরগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় গণসংযোগ ও মতবিনিময় সভা করবেন।
 

উল্লেখ্য, সাইফুল ইসলাম রংপুর জেলা বিএনপির আহŸায়ক হিসেবে পরিচিত এবং দীর্ঘদিন ধরে দলের সাংগঠনিক কার্যক্রমে সক্রিয় ভ‚মিকা পালন করে আসছেন।
    
মোঃ আকতারুজ্জামান রানা,পীরগঞ্জ(রংপুর) প্রতিনিধি


প্রধান উপদেষ্টা সম্পাদকঃ মোঃ নুরুল ইসলাম ওমর, সাবেক এমপি ও বিরোধী দলীয় হুইপ, বাংলাদেশ জাতীয় সংসদ

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মাক্সুদুল আলম হাওলাদার

নির্বাহী সম্পাদকঃ এম নজরুল ইসলাম

ফোনঃ ০১৭১৭০১৬১৩০

যোগাযোগঃ অফিসঃ সাতমাথা, বগুড়া গাজীপুর অফিসঃ সিলমন, টঙ্গি, গাজীপুর

© 71 Vision ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।