অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ২২ ডিসেম্বার ২০২৫, সময়ঃ ০৫:০৫
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি:- ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনে বিএনপি মনোনীত এমপি প্রার্থী আব্দুল মহিত তালুকদার মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।রোববার (২১ডিসেম্বর) বেলা ১২ টায় তিনি নিজেই আদমদীঘি সহকারি রিটানিং অফিসারের কার্যালয়ে সহকারি কমিশনার (ভুমি) মাহমুদা সুলতানার নিকট থেকে এ মনোনয়নপত্র সংগ্রহ করেন।
এসময় উপস্থিত ছিলেন, আদমদীঘি উপজেলা নির্বাচন অফিসার (ভারপ্রাপ্ত)শাহিন আলম, আদমদীঘি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু হাসান,সহ সভাপতি আব্দুল মুত্তাকিন তালুকদার, গোলাম মোস্তফা, জেলা বিএনপির সমাজ কল্যাণ সম্পাদক মাহফুজুল হক টিকন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইউনুছ আলী দুলাল।
আবু মোত্তালিব মতি,আদমদীঘি বগুড়া প্রতিনিধি
© 71 Vision ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত
সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।