বগুড়া সদর উপজেলা ছাত্রদলের ১০১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন


সঞ্জু রায়,বগুড়া:-বগুড়ায় রেদওয়ানুল ইসলাম আকিব কে আহ্বায়ক, এমদাদুল হোসেনকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং কাওসার হাবীব শাকিব কে সদস্য সচিব করে অনুমোদন দেয়া হয়েছে সদর উপজেলা ছাত্রদলের ১০১ সদস্যের আহ্বায়ক কমিটি।

 

রবিবার ২১ ডিসেম্বর বগুড়া জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান এবং সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশ এই কমিটির অনুমোদন করেন।
 

কমিটিতে নব-দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দরা জেলা ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক কে ধন্যবাদ জানিয়ে বলেন, নতুন কমিটিতে স্থান পাওয়া নেতারা প্রত্যেকেই জুলাই গণঅভ্যুত্থানসহ গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে রাজপথে সুদীর্ঘ সময় থেকে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। দীর্ঘদিন সাংগঠনিক শূন্যতার মধ্যেও আন্দোলন-সংগ্রামে ছাত্রদলের পতাকা সমুন্নত রাখায় ত্যাগী ও পরীক্ষিত নেতাদেরই দায়িত্ব দেওয়া হয়েছে বলে জানান তারা।
 

নির্বাচনের আগে সদর উপজেলা ছাত্রদলের এই আহ্বায়ক কমিটি গঠন প্রসঙ্গে জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান ও সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশ বলেন, এই কমিটির প্রধান লক্ষ্য হবে
 

গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠায় রাজপথে সক্রিয় থাকা এবং ছাত্রসমাজকে সংগঠিত করা। তারা প্রত্যাশা ব্যক্ত করেন এই কমিটি বগুড়া সদর উপজেলাকে সাংগঠনিকভাবে শক্তিশালী ইউনিটে রূপান্তর করতে সক্ষম হবে এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলীয় কার্যক্রম আরও বেগবান করবে। এছাড়াও উক্ত কমিটিকে আগামী ১৫ দিনের মধ্যে সদরের প্রতিটি ইউনিয়নে ছাত্রদলের কমিটি গঠনের বিষয়েও নির্দেশনা দেয়া হয়েছে।

 

 

 


প্রধান উপদেষ্টা সম্পাদকঃ মোঃ নুরুল ইসলাম ওমর, সাবেক এমপি ও বিরোধী দলীয় হুইপ, বাংলাদেশ জাতীয় সংসদ

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মাক্সুদুল আলম হাওলাদার

নির্বাহী সম্পাদকঃ এম নজরুল ইসলাম

ফোনঃ ০১৭১৭০১৬১৩০

যোগাযোগঃ অফিসঃ সাতমাথা, বগুড়া গাজীপুর অফিসঃ সিলমন, টঙ্গি, গাজীপুর

© 71 Vision ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।