বাপও স্বতন্ত্র বেটিও স্বতন্ত্র,সময়ই বলে দিবে-রুমিন ফারহানা


রাকিবুর রহমান রকিব,ব্রাহ্মলবাড়িয়া জেলা প্রতিনিধি:- আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল–আশুগঞ্জ) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নেওয়ার আশঙ্কা প্রকাশ করেছেন সাবেক সংসদ সদস্য ও বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা। তিনি বলেন ১৯৭৩ সালে আমার বাবা এ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচিত হয়েছিল।

 

আমি জানিনা বাপের মত মেয়েরও কপাল কিনা, বাপও স্বতন্ত্র বেটিও স্বতন্ত্র, এটা সময়ই বলে দিবে। তবে স্বতন্ত্র হয়লেও আপনার বাপ চাচা ভুল করে নাই। আপনার বাপ চাচারা কিন্তু আমার বাপকে বুকের মধ্যে নিয়েছিল, তাকে ভোট দিয়েছিল।

 

শনিবার (২০ ডিসেম্বর) বিকেলে সরাইল উপজেলার সদর ইউনিয়নের সৈয়দটুলা দারগাবাড়ি মাঠে  বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় আয়োজিত দোয়া ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই এ আশঙ্কা প্রকাশ করেন।

 

তিনি আরো বলেন,আমাদের দেশনেত্রী বিএনপির অভিভাবক বেগম খালেদা জিয়া জীবন দিয়েছেন আপোষ করেন নাই। নিজের শরীরে হাজারটা অসুখ রেখে একা লড়াই করেছেন তবুও স্বৈরাচার হাসিনার সাথে আপোষ করেন নাই। 
 

জনসভায় সভাপতিত্ব করেন সৈয়দটুলা গ্রামের বিশিষ্ট সর্দার মালু মিয়া।


 


প্রধান উপদেষ্টা সম্পাদকঃ মোঃ নুরুল ইসলাম ওমর, সাবেক এমপি ও বিরোধী দলীয় হুইপ, বাংলাদেশ জাতীয় সংসদ

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মাক্সুদুল আলম হাওলাদার

নির্বাহী সম্পাদকঃ এম নজরুল ইসলাম

ফোনঃ ০১৭১৭০১৬১৩০

যোগাযোগঃ অফিসঃ সাতমাথা, বগুড়া গাজীপুর অফিসঃ সিলমন, টঙ্গি, গাজীপুর

© 71 Vision ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।