পলাশবাড়ীতে কিশোর কিশোরী বিয়া না করেও ঘর সংসার করার অভিযোগ উঠেছে
অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ২০ ডিসেম্বার ২০২৫, সময়ঃ ০৩:২২
পলাশবাড়ী(গাইবান্ধা) প্রতিনিধিঃ-পলাশবাড়ী উপজেলার মহদীপুর হাই স্কুলের নবম শ্রেণীর শিক্ষার্থী প্রেমিক যুগোল ৪ ডিসেস্বর স্কুল পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে।
মেয়ের বাবা তার সম্ভব্য আত্বীয় স্বজনের বাড়ী খোঁজ খবর নিয়ে মেয়েকে না পেয়ে দিশাহাড়া।
স্থানীয় সুত্রে জানা যায়, ছেলে ফুসলিয়ে স্কুল থেকে পালিয়ে নিয়ে ছেলের বিভিন্ন আত্বীয় স্বজনের বাড়ীতে থেকে আজ ১৯ ডিসেম্বর তার নিজ বাড়ীতে মেয়েকে নিয়ে এসে উঠেন।
জানা যায়,ছেলের বাড়ী উপজেলার মহদীপুর ইউনিয়নের দয়ারপাড়া গ্রামের মসজিদ সংলগ্ন মিন্টু মিয়ার কিশোর পুত্র সোহাগ (১৪) ও একই ইউনিয়ন ও একই স্কুলের ছাত্রী পারবতীপুর গ্রামের সুলতনের কিশোরী কন্যা সুরাইয়া (১৪)।
ছেলের পরিবার দাবী করেন কাজীর কাছে রেজিষ্ট্রি করেন। বিষয়টি নিশ্চিত করতে কাজীর কাছে সাংবাদিকরা মোবাইল করলে কাজী বিষয়টি অশিকার করেন।তাদের কাছে রেজিষ্টির কাগজ দেখতে চাইলে তারা বিভিন্ন তালবাহনা করেন। শেষ পর্যন্ত রেজিষ্ট্রিরির কোন কাগজই দেখাতে পারেনি।
এলাকাবাসী ও ছেলের পরিবার জানান,বিয়ার বয়স না হওয়ায় তাদের বিয়া দেওয়া হয়নি। এলাকাবাসী জানান, তাদের বিয়া না হলেও তারা সংসার করে যাচ্ছেন।
১৯ ডিসেম্বর বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ছেলের পরিবার ও মেয়ের পরিবারের সঙে দফায় দফায় কথা হলেও তারা বিয়াতে একমত হতে পারেনি।
মেয়ের বাবা সুলতান মেয়ে অপহণ আইনের থানায় মামলা দায়ের করবেন বলে জানান।
প্রধান উপদেষ্টা সম্পাদকঃ মোঃ নুরুল ইসলাম ওমর, সাবেক এমপি ও বিরোধী দলীয় হুইপ, বাংলাদেশ জাতীয় সংসদ