অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ১৯ ডিসেম্বার ২০২৫, সময়ঃ ০৮:৫১
আবু ইউসুফ নওগাঁ প্রতিনিধি: ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য সতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী শরিফ ওসমান হাদি হত্যার বিচার দাবিতে নওগাঁ মশাল মিছিল করেছে শিক্ষার্থীরা।
শুক্রবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যা সাতটার দিকে শহরের জেলা পরিষদ পার্কের সামনে থেকে মিছিল বের করে শিক্ষার্থীরা। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহরের মুক্তির মোড় এলাকার জুলাই স্মৃতি স্তম্ভের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে তারা সংক্ষিপ্ত সমাবেশ করেন।
এ সময় শিক্ষার্থীরা, 'হাদি ভাই মরলো কেনো, জবাব চাই, জবাব চাই ' ' আমরা সবাই হাদি হবো, গুলির মুখে কথা কবো' 'একশান একশান, ডাইরেক্ট একশান' 'ভারতের দালালেরা, হুশিয়ার সাবধান' 'আওয়ামী লীগের দলালেরা, হুশিয়ার সাবধান' বিচার বিচার বিচার চাই, হাদি হত্যার বিচার চাইসহ সমস্বরে বিভিন্ন স্লোগান দিতে থাকেন।
সমাবেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নওগাঁয় নেতৃত্ব দেওয়া শিক্ষার্থী আরমান হোসেন, ফজলে রাব্বি, তানজিম বিন বারী, সাদনান সাকিব, রাফিউল বারি রাজন, রাফি রেজোয়ান, মেহেদী হাসানসহ অন্যরা বক্তব্য রাখেন।
সমাবেশে বক্তারা বলেন, ওসমান হাদি ভাই প্রকাশ্যে আওয়ামী লীগ এবং ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিল। আমরা নওগাঁ থেকে ঘোষণা করছি হাদি ভাই যে যুদ্ধ ঘোষণা করেছিল আমরা সে যুদ্ধে বিজয়ী হব। আমাদের লড়াই সংগ্রাম এখানেই শেষ হয়ে যাবে না। আমাদের পথ অত্যন্ত কঠিন। আমরা কোন বুলেটকে ভয় পাই না, কোন বোমাকে ভয় পাই না, আমরা সন্ত্রাসীদের কোন হুমকিকে ভয় পাই না। আমরা যেমন জুলাইয়ে রক্ত দিয়েছি বাংলাদেশের স্বার্থে আমরা আবারও রক্ত দিব।
জুলাই ৩৬ দিনের আন্দোলন হাসিনার স্বৈরাচারী ১৬ বছরের পতন ঘটিয়েছে। আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা এবং আইন উপদেষ্টা আপনারা যদি দেশের শৃঙ্খলা আনতে না পারেন অতি দ্রুত পদত্যাগ করেন। দেশের পরিস্থিতি যদি এমন চলতে থাকে তাহলে ভবিষ্যতে আমরা ইউনুস সরকারের পতনের দাবিতেও মাঠে নামবো।
© 71 Vision ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত
সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।