অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ১৮ ডিসেম্বার ২০২৫, সময়ঃ ০৬:০৪
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি :- আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত এমপি প্রার্থী আব্দুল মহিত তালুকদারের পক্ষে ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে গণসংযোগ করা হয়েছে।
আদমদীঘি উপজেলার যুবদলের আহবায়ক মিনহাজুল ইসলামের নেতৃত্বে গতকাল বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দিনব্যাপী উপজেলার কোমারপুর এলাকায় ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ধানের শীষের ভোট চেয়ে প্রচারণা লিফলেট বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, বগুড়া জেলা বিএনপির সমাজ কল্যান বিষয়ক সম্পাদক মাহফুজুল হক টিকন, উপজেলা জিয়া পরিষদের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান এঞ্জেল, যুবদল নেতা কে.এম মুকুল উদ্দিন, তামিম আহম্মেদ, সোবহান, জিল্লুর হোসেন, উপজেলা শ্রমিকদলের সভাপতি বিপ্লব হোসেন, সাধারণ সম্পাদক আবু হাসান, সাংগঠনিক সম্পাদক আকরাiম হোসেন, উপজেলা মহিলা দলের সভানেত্রী রিনা খাতুন, উপজেলা সেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, সাংগঠনিক সম্পাদক জিল্লুর রহমান, উপজেলা কৃষকদলের যুগ্ম আহবায়ক রুবেল সরকার, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাফিজুল ইসলাম, পৌর ছাত্রদলের সভাপতি সোহাগ হোসাইন, সাধারন সম্পাদক সাব্বির হাসান সনি, উপজেলা ছাত্রদলের সাধারন সম্পাদক জাহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক বাপ্পি হাসান রাহুল, ছাত্রদল নেতা হযরত আলী, ফাহমিদ আহম্মেদ, মাসুম হোসেন-সহ বিএনপি ও তার সহযোগী অঙ্গসংগঠনের নেতা-কর্মীবৃন্দ।
© 71 Vision ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত
সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।