গোবিন্দগঞ্জে গ্রামীণ ব্যাংক কার্যালয়ে নাশকতার চেষ্টা,৪টি ককটেল সদৃশ বিস্ফোরক উদ্ধার


মোকছেদুল মমিন মোয়াজ্জেম,দিনাজপুর প্রতিবেদক:গাইবান্ধার গোবিন্দগঞ্জে গ্রামীণ ব্যাংক কার্যালয়ের সামনে নাশকতার চেষ্টার ঘটনা ঘটেছে। 

 

র‍্যাব-১৩ এর বোম্ব ডিসপোজাল টিম অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে ৪টি ককটেল সদৃশ বিস্ফোরক উদ্ধার করেছে।

 

বুধবার (১৭ ডিসেম্বর) রাতে এক প্রেসবিজ্ঞপ্তিতে 
র‍্যাব জানায়, গত ১৬ ডিসেম্বর ২০২৫ ইং তারিখ রাত আনুমানিক ৮টা ৪০ মিনিটে র‍্যাব-১৩, সিপিসি-৩, গাইবান্ধা ক্যাম্প সংবাদ পায় যে, গোবিন্দগঞ্জ থানাধীন কোমরপুর বাজারে অবস্থিত গ্রামীণ ব্যাংকের প্রধান ফটকের সামনে একটি ওভার ব্রিজ থেকে দুইটি মোটরসাইকেলে থাকা চারজন অজ্ঞাতনামা ব্যক্তি হেলমেট পরিহিত অবস্থায় নাশকতার উদ্দেশ্যে লাল রংয়ের ৪টি ককটেল সদৃশ বিস্ফোরক নিক্ষেপ করে দ্রুত পালিয়ে যায়।

 

খবর পেয়ে তাৎক্ষণিকভাবে র‍্যাব-১৩, সিপিসি-৩, গাইবান্ধা ক্যাম্পের একটি আভিযানিক দল ঘটনাস্থলে উপস্থিত হয়। পরে র‍্যাব-১৩ এর প্রশিক্ষিত বোম্ব ডিসপোজাল টিম ঘটনাস্থল থেকে বিস্ফোরক দ্রব্যাদি উদ্ধার করে নিরাপদ স্থানে সংরক্ষণের জন্য গোবিন্দগঞ্জ থানায় হস্তান্তর করে।

 

র‍্যাব জানায়, নাশকতাসহ যেকোনো অরাজকতা প্রতিরোধে র‍্যাবের প্রতিটি সদস্য দেশপ্রেমের শপথ নিয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ দমনে র‍্যাবের এই কার্যকর ভূমিকা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

 

মোকছেদুল মমিন মোয়াজ্জেম,দিনাজপুর।
 

 


প্রধান উপদেষ্টা সম্পাদকঃ মোঃ নুরুল ইসলাম ওমর, সাবেক এমপি ও বিরোধী দলীয় হুইপ, বাংলাদেশ জাতীয় সংসদ

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মাক্সুদুল আলম হাওলাদার

নির্বাহী সম্পাদকঃ এম নজরুল ইসলাম

ফোনঃ ০১৭১৭০১৬১৩০

যোগাযোগঃ অফিসঃ সাতমাথা, বগুড়া গাজীপুর অফিসঃ সিলমন, টঙ্গি, গাজীপুর

© 71 Vision ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।