অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ১৭ ডিসেম্বার ২০২৫, সময়ঃ ১২:৩৩
পীরগঞ্জ(রংপুর) প্রতিনিধিঃ -রংপুরের পীরগঞ্জে ডেভিল হান্টে ইউনিয়ন আওয়ামী লীগ সম্পাদক ৭ জন আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করেছে পীরগঞ্জ থানা পুলিশ।গত সোমবার রাতভর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার কুমেদপুর ইউনিয়নের বাজে শীবপুর গ্রামের আইয়ুব আলীর ছেলে ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু ইব্রাহিম লাবু, একই ইউনিয়নের চন্ডিপুর গ্রামের মৃত শামসুল হুদার ছেলে ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক মাহমুদুল হক লিভেন, ওই ইউনিয়নের যুবলীগ নেতা বড় রসুলপুর গ্রামের আব্দুস সোবহানের ছেলে আতিয়ার রহমান, রায়পুর ইউনিয়নের বন ও পরিবেশ বিষায়ক সম্পাদক কানঞ্চগাড়ি গ্রামের মৃত আছির উদ্দিনের ছেলে জাহাঙ্গীর আলম, মিঠিপুর ইউনিয়নের ওয়ার্ড আ.লীগ নেতা সদরা কুতুবপুর গ্রামের মৃত চাঁন মিয়ার ছেলে বাবলু মিয়া, ওয়ার্ড সভাপতি শ্যামপুর গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে সোবাহান মিয়া ও ওয়ার্ড সাধারণ সম্পাদক সদরা কুতুবপুর গ্রামের হাবিবুর রহমানের ছেলে এনামুল হক।
পীরগঞ্জ থানার ওসি তদন্ত নাহিদ হোসেন জানান, ধৃতদের বিস্ফোরক আইনের মামলার গ্রেফতার দেখানো হয়েছে।
মোঃ আকতারুজ্জামান রানা,পীরগঞ্জ(রংপুর) প্রতিনিধি
© 71 Vision ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত
সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।