হিলিতে বিজয় দিবসে নারী উদ্যোক্তাদের বিজয় মেলা


মোকছেদুল মমিন মোয়াজ্জেম,দিনাজপুর প্রতিবেদক:-স্বাধীনতার ৫৪ বছরে দেশের অন্যান্য অঞ্চলের নারীদের পাশাপাশি সীমান্তবর্তী এলাকার নারীরাও আজ আর পিছিয়ে নেই।

 

নিজেদের মেধা, শ্রম ও উদ্যোগে স্বাবলম্বী হয়ে ওঠার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন দিনাজপুরের হাকিমপুর উপজেলার নারী উদ্যোক্তারা। তারই প্রতিফলন হিসেবে মহান বিজয় দিবস উপলক্ষে হাকিমপুরে শুরু হয়েছে দুই দিনব্যাপী নারী উদ্যোক্তাদের বিজয় মেলা।

 

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) হাকিমপুর (হিলি) উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা চত্বরে দুই দিনব্যাপী  এই মেলার আয়োজন করা হয়। নারী উদ্যোক্তাদের উৎসাহ ও তাদের তৈরি পণ্যের বাজার সম্প্রসারণের লক্ষ্যে আয়োজিত এ মেলায় বিশেষভাবে প্রাধান্য দেওয়া হয়েছে হাকিমপুর নারী উদ্যোক্তা ফোরামকে। মেলায় মোট ৩০টি স্টল অংশগ্রহণ করছে।

 

মেলায় অংশ নেওয়া নারী উদ্যোক্তারা ঘরে বসেই তৈরি করছেন শাড়ি, থ্রি-পিস, ব্যাগ, পাপস, বিভিন্ন ধরনের আচার, উন্নতমানের খাবার, চাইনিজ আইটেমসহ নানা রকমের ঐতিহ্যবাহী পিঠা-পুলি। 

 

প্রতিটি উদ্যোক্তার নিজস্ব ফেসবুক পেজ রয়েছে, যেখানে নিয়মিত পণ্যের ছবি ও তথ্য প্রচার করা হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া পাওয়ায় অনলাইনে অর্ডার ও বিক্রিও দিন দিন বাড়ছে।

 

উদ্যোক্তারা জানান, সময়ের সঙ্গে সঙ্গে তাদের পরিচিতি বাড়ছে, ক্রেতার সংখ্যাও বৃদ্ধি পাচ্ছে। কেউ কেউ জানান, অনলাইনে অর্ডার পেয়ে তারা নিয়মিত খাবার ডেলিভারি দিচ্ছেন এবং চাইনিজসহ বিভিন্ন ধরনের খাবার তৈরি করে ভালো সাড়া পাচ্ছেন।

 

এ বিষয়ে কয়েকজন নারী উদ্যোক্তা বলেন, আমরা খুব যত্ন ও নিখুঁতভাবে আমাদের পণ্য তৈরি করি। অনলাইনে খাবারের অর্ডার পাই এবং সময়মতো ডেলিভারি দিচ্ছি। আজকের মেলাতে আমরা অনেক ভালো সাড়া পাচ্ছি। ভবিষ্যতে আরও এগিয়ে যাওয়ার আশা রাখি।

 

উল্লেখযোগ্য বিষয় হলো এই নারী উদ্যোক্তাদের অনেকেই উচ্চশিক্ষিত এবং স্বাবলম্বী হওয়ার লক্ষ্য নিয়ে কাজ করছেন। শুধু নিজেরাই লাভবান হচ্ছেন না, বরং প্রায় প্রতিটি উদ্যোক্তা তাদের কাজে ১০ থেকে ১২ জন নারী শ্রমিককে যুক্ত করেছেন। ফলে একদিকে নারীরা আত্মনির্ভরশীল হচ্ছেন, অন্যদিকে স্থানীয় বেকার নারীদের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হচ্ছে।

 

হাকিমপুর নারী উদ্যোক্তা ফোরামের সাধারণ সম্পাদক হালিমা আক্তার ডালিম বলেন, আমি ২০২১ সাল থেকে নারী উদ্যোক্তা হিসেবে কাজ করছি। 

 

বর্তমানে আমাদের ফোরামের সদস্য সংখ্যা প্রায় ২৫০ জন। আমাদের সবার লক্ষ্য এক, নিজেকে স্বাবলম্বী করে তোলা। সেই লক্ষ্যেই আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। বর্তমান উপজেলা প্রশাসন আমাদের সার্বিকভাবে সহযোগিতা করছে।

 

ফোরামের সভাপতি রোমেনা আকতার মনি বলেন,
হাকিমপুর নারী উদ্যোক্তা হতে পেরে আমি গর্বিত। প্রথমে মাত্র ২০ জন নারী সদস্য নিয়ে আমাদের কার্যক্রম শুরু হয়েছিল। বর্তমানে আমাদের সদস্য সংখ্যা প্রায় ২৫০ জনে দাঁড়িয়েছে। আমরা প্রমাণ করেছি, নারীরা অবহেলিত নই, আমরা ঘরে বসেই বিভিন্ন পণ্য ও খাবার তৈরি করে আত্মনির্ভরশীল হতে পারি।

 

তিনি আরও বলেন, এই বিজয় মেলায় আমাদের ৩০টি স্টল রয়েছে এবং দুই দিনব্যাপী এ আয়োজন চলছে। মেলায় আমরা ভালো সাড়া পাচ্ছি। আশা করছি, এর মাধ্যমে আমাদের পণ্য আরও পরিচিতি পাবে। আমরা নারীরা পারি, এই বিশ্বাস নিয়েই আমরা এগিয়ে যাচ্ছি।

তিনি জানান, এর আগে তারা দিনাজপুরে নসিবের প্রশিক্ষণ গ্রহণ করেছেন এবং বর্তমানে অন্যান্য নারী উদ্যোক্তাদেরও বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দিয়ে যাচ্ছেন। ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন তিনি।

 

সার্বিকভাবে, বিজয় দিবসের এই নারী উদ্যোক্তাদের বিজয় মেলা শুধু একটি প্রদর্শনী নয়, এটি নারীর ক্ষমতায়ন, আত্মনির্ভরশীলতা ও উদ্যোক্তা হওয়ার সংগ্রামের এক উজ্জ্বল উদাহরণ হয়ে উঠেছে।

মোকছেদুল মমিন মোয়াজ্জেম
দিনাজপুর।
 

 


প্রধান উপদেষ্টা সম্পাদকঃ মোঃ নুরুল ইসলাম ওমর, সাবেক এমপি ও বিরোধী দলীয় হুইপ, বাংলাদেশ জাতীয় সংসদ

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মাক্সুদুল আলম হাওলাদার

নির্বাহী সম্পাদকঃ এম নজরুল ইসলাম

ফোনঃ ০১৭১৭০১৬১৩০

যোগাযোগঃ অফিসঃ সাতমাথা, বগুড়া গাজীপুর অফিসঃ সিলমন, টঙ্গি, গাজীপুর

© 71 Vision ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।