অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ১৬ ডিসেম্বার ২০২৫, সময়ঃ ০৭:২৬
শাহ আলী বাচ্চু স্টাফ রিপোর্টার জামালপুর:-
রক্তস্নাত বিজয়ের ৫৪তম মহান বিজয় দিবস( ১৬ ডিসেম্বর) স্বাধীন-সার্বভৌম বাংলাদেশের গৌরব-স্নাত সূচনা লগ্ন এবং অকুতোভয় বাঙালির জন্য এক অবিস্মরণীয় দিন।
এই দিবসে জামালপুর জেলা প্রশাসন, জেলা পুলিশ, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠন, জামালপুর প্রেসক্লাবসহ মিডিয়া কর্মী মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদা, শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা ও পূর্ণ ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালন করা হয়েছে ।
জামালপুরে ১৬ ডিসেম্বর ভোরে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা ঘটে।জামালপুর জেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী কর্মসূচির আয়োজন করা হয়েছে।
মহান বিজয় দিবসের এই মাহেন্দ্রক্ষণে জামালপুর জেলা প্রশাসন ও জেলা পুলিশের পক্ষ থেকে সূর্যোদয়ের সাথে সাথে জামালপুর জেলা শহরের শহীদ বীর মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে দেশের জন্য জীবন উৎসর্গকারী সকল শহীদ মুক্তিযোদ্ধাদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন জামালপুর জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী ও পুলিশ সুপার ড. চৌধুরী মোঃ যাবের সাদেক।
শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে নিরবতা পালন করা হয়।
এসময় জেলা প্রশাসনের কর্মকর্তা, পুলিশের বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্য, জামালপুর প্রেসক্লাব সহ , বিভিন্ন সরকারি-বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাগণ, বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতাকর্মীবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রীবৃন্দ, সাংবাদিকবৃন্দ ও সর্বস্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন।
সকাল ৯টায় স্টেডিয়ামে জেলা প্রশাসকের উদ্যোগে কুচকাওয়াজ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে ।
© 71 Vision ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত
সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।