অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ১৬ ডিসেম্বার ২০২৫, সময়ঃ ০৫:২৭
কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ মঙ্গলবার দুপুরে বগুড়ার কাহালু চারমাথাস্থ রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক ভবনের পূর্ব পার্শ্বে নবেল উম্মাহ ইসলামিক স্কুলে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়।
অভিভাবক সমাবেশে সভাপতিত্ব করেন কাহালু নবেল উম্মাহ ইসলামিক স্কুলের অধ্যক্ষ এ এইচ এম এহসানুর বারী।
অভিভাবক সমাবেশে বক্তব্য রাখেন নবেল উম্মাহ ফাঊন্ডেশন ও নবেল উম্মাহ শিক্ষা গ্রæপ সহ বাংলাদেশের বিভিন্ন জেলায় অবস্থিত সকল নবেল উম্মাহ ইসলামিক স্কুলের চেয়ারম্যান মো. এনামুল হক আপেল, ইন্টারন্যাশনাল স্কুল অভ আল কোরআন এর হেড অব এরাবিক এর শিক্ষক হাফেজ কারী মাওলানা মো. এমদাদুল হক, নবেল উম্মাহ ফাঊন্ডেশন ও নবেল উম্মাহ শিক্ষা গ্রæপ সহ বাংলাদেশের বিভিন্ন জেলায় অবস্থিত সকল নবেল উম্মাহ ইসলামিক স্কুলের ভাইস চেয়ারম্যান মো. নূর মোস্তফা, কাহালু নবেল উম্মাহ শিক্ষা গ্রæপ এর পরিচালক মো. আব্দুর রহমান (আপেল)), কাহালু টি এন বালিকা উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহকারি শিক্ষক আব্দুস সামাদ, অভিভাবক শফিকুল ইসলাম, সহকারি শিক্ষক মোজাফ্ফর হোসেন। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন নবেল উম্মাহ ইসলামিক স্কুলের উপাধ্যক্ষ মাহবুবুল আলম। অভিভাবক সমাবেশে উপস্থিত ছিলেন অত্র স্কুলের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক, শিক্ষার্থীবৃন্দ।
© 71 Vision ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত
সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।