অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ১৬ ডিসেম্বার ২০২৫, সময়ঃ ১২:২৮
মোকছেদুল মমিন মোয়াজ্জেম, দিনাজপুর প্রতিবেদক:-দিনাজপুরের ফুলবাড়ীতে বাসের নিচে চাপা পড়ে আনোয়ারা বেগম (৩০) নামের এক গৃহবধুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার পাঁচ বছর বয়সী ছেলে আব্দুল্লাহ আহত হয়েছে।
সোমবার (১৫ ডিসেম্বর) বিকেলে ফুলবাড়ী পৌর শহরের ঢাকামোড় (শাপলা চত্বর) এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত আনোয়ারা বেগম দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার চিলাপাড়া গ্রামের মাজেদুল হকের স্ত্রী । বিষয়টি নিশ্চিত করেছেন ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ বিকেলে মাজেদুল হক তার স্ত্রী আনোয়ারা বেগম ও তাদের ছেলে আব্দুল্লাহকে সঙ্গে নিয়ে মোটরসাইকেল যোগে নিজ বাড়ি থেকে ফুলবাড়ীর উদ্দেশে রওনা হন।
পথিমধ্যে ফুলবাড়ী ঢাকামোড়ে দিনাজপুর-ফুলবাড়ী-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কে বগুড়াগামী টিউলিপ পরিবহণ নামে একটি বাসের (ঢাকা মেট্রো-জ ১১-১০৪৩) সাথে ধাক্কা লেগে মোটরসাইকেল আরোহী গৃহবধু আনোয়ারা বেগম ছিটকে বাসের চাকার নিচে পড়ে। এসময় বাসটি তার শরীরের ওপর দিয়ে চলে যায়।
এতে ছেলে আব্দুল্লাহসহ ওইগৃহবধু আহত হয়। তার স্বামীসহ স্থানীয়রা আহতদের উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক গৃহবধু আনোয়ারা বেগমকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় স্বামী মাজেদুল প্রাণে বেঁচে গেলেও তাদের ছেলে আব্দুল্লাহর পায়ে আঘাত লাগে। আহত শিশুকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ বলেন, ঘাতক বাসটি আটক করে থানায় আনা হয়েছে। তবে বাসের চালক ও সহকারী ঘটনার পরপরই পালিয়ে যায়। মরদেহের সুরতহাল শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
এ ঘটনায় সড়ক পরিবহন আইনে মামলা প্রক্রিয়াধীন।
© 71 Vision ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত
সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।