ঘন কুয়াশা ও শীতে স্থবির দিনাজপুরের জনজীবন


মোকছেদুল মমিন মোয়াজ্জেম,দিনাজপুর প্রতিবেদক:-উত্তরের জেলা দিনাজপুরে শীতের তীব্রতা আরও বেড়েছে। সোমবার (১৫ ডিসেম্বর ) সকাল ৬টায় দিনাজপুরে চলতি মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০.৮ ডিগ্রি সেলসিয়াস, যা সারাদেশের মধ্যে দ্বিতীয় সর্বনিম্ন তাপমাত্রা। একই সময়ে বাতাসের আদ্রতা ছিল ৯৪ শতাংশ, ফলে শীতের অনুভূতি আরও বেড়েছে।

 

অন্যদিকে, দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেতুলিয়ায়। আজ সকাল ৬টায় সেখানে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯.৩ ডিগ্রি সেলসিয়াস।

 

ঘন কুয়াশা ও শীতল বাতাসের কারণে সকাল থেকেই দিনাজপুরে শীতের প্রকোপ লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে নিম্ন আয়ের মানুষ, দিনমজুর, শিশু ও বয়স্করা বেশি কষ্টে পড়েছেন। অনেককে আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করতে দেখা গেছে। শীতের কারণে সকালবেলা স্বাভাবিক জনজীবনেও কিছুটা স্থবিরতা নেমে এসেছে।

 

দিনাজপুর জেলা আবহাওয়া অফিসের ইনচার্জ তোফাজ্জল হোসেন বলেন, উত্তরাঞ্চলের ওপর দিয়ে শীতল উত্তর-পশ্চিমাঞ্চলীয় বাতাস প্রবাহিত হওয়ায় তাপমাত্রা কমে গেছে। আপাতত শীতের এই অবস্থা আরও কয়েকদিন থাকতে পারে। সকালে কুয়াশার প্রবণতা অব্যাহত থাকবে এবং রাতের তাপমাত্রা আরও কিছুটা কমতে পারে।

 

তিনি আরও জানান, শীতজনিত অসুস্থতা এড়াতে সবাইকে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করার পরামর্শ দেওয়া হচ্ছে।

 

এদিকে, শীতের তীব্রতা বাড়ায় সংশ্লিষ্ট দপ্তরগুলোর পক্ষ থেকে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

 

 

 

 


প্রধান উপদেষ্টা সম্পাদকঃ মোঃ নুরুল ইসলাম ওমর, সাবেক এমপি ও বিরোধী দলীয় হুইপ, বাংলাদেশ জাতীয় সংসদ

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মাক্সুদুল আলম হাওলাদার

নির্বাহী সম্পাদকঃ এম নজরুল ইসলাম

ফোনঃ ০১৭১৭০১৬১৩০

যোগাযোগঃ অফিসঃ সাতমাথা, বগুড়া গাজীপুর অফিসঃ সিলমন, টঙ্গি, গাজীপুর

© 71 Vision ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।