শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে কুড়িগ্রামে আলোকশিখা প্রজ্জলন


কুড়িগ্রাম প্রতিনিধি ঃ- ১৪-১২-২৫”স্বর্গের চেয়ে প্রিয় জন্মভুমি ” এ শ্লোগানকে ধারন করে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে কুড়িগ্রামে আলোকশিখা প্রজ্জলন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ।রোববার সন্ধ্যায় কুড়িগ্রাম কেন্দ্রীয় শহিদ মিনারে কুড়িগ্রামের সকল সাংস্কৃতিক সংগঠন এ অনুষ্টানের আয়োজন করে।

 

এসময় বক্তব্য রাখেন বিশিষ্ঠ সংগীত শিল্পী শামসুল ইসলাম সুমন,বীর মুক্তিযোদ্ধা উদয় শংকর চক্রবর্তী ,বাসদ নেতা এ্যড.আবুল বাসার মন্জু, জাসদ নেতা ইসমাইল হোসেন বাদল, সাংস্কৃতিক সংগঠক সুব্রতা রায়, দুলাল বোস,শাহানুর রহমান,ইমতে আহসান শিলু,শ্যামল ভৌমিক, প্রতিমা চৌধুরী,সাতকুড়ি রায় নিলু সাংবাদিক আতাউর রহমান বিপ্লব নাট্যশিল্পী মোস্তাফিজার রহমান প্রমুখ ।

 

বক্তারা বলেন ১৯৭১ সালের আজকের এইদিনে পাকিস্তানি বাহিনী নিশ্চিত পরাজয় ভেবে দেশকে মেধাশুন্ন করতে দেশের সুর্য সন্তানদের বেঁচে বেঁচে হত্যা করে ।শহীদ বুদ্ধিজীবদের অবদান জাতি কোনদিন ভুলবেনা ।
 

এসময় মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশ গড়ার দিপ্ত শপথ নেন সাংস্কৃতিক কর্মীরা ।

 


প্রধান উপদেষ্টা সম্পাদকঃ মোঃ নুরুল ইসলাম ওমর, সাবেক এমপি ও বিরোধী দলীয় হুইপ, বাংলাদেশ জাতীয় সংসদ

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মাক্সুদুল আলম হাওলাদার

নির্বাহী সম্পাদকঃ এম নজরুল ইসলাম

ফোনঃ ০১৭১৭০১৬১৩০

যোগাযোগঃ অফিসঃ সাতমাথা, বগুড়া গাজীপুর অফিসঃ সিলমন, টঙ্গি, গাজীপুর

© 71 Vision ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।