পীরগঞ্জে মিশুক ভ্যান চালকের লাশ উদ্ধার!


পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি: -রংপুরের পীরগঞ্জ মিশুক ভ্যান চালকের লাশ উদ্ধার করা হয়েছে। রোববার সকালে উপজেলার বড়আলমপুরের মোক্তাগাড়ি নির্জন পাথার থেকে ওই মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনাটি মুহুর্তেই ছড়িয়ে পড়লে শতশত লোক লাশ দেখতে ভীড় করে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
 

এলাকাবাসী ও পুলিশ জানায়, রোববার সকালে উপজেলার বড়আলমপুর ইউনিয়নের মোক্তাগাড়ির নির্জন পাথারের পরিত্যক্ত রাস্তার পাশে ফাঁকা জমিতে এক ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। নিহত ব্যক্তি উপজেলার চতরা ইউপি’র গোবিন্দপাড়া গ্রামের মোয়াজ্জেম হোসেনের ছেলে নুরুল ইসলাম (৫৫)। 

 

লাশ উদ্ধারের সময় তার গলায় মাফলার পেচানো ছিল। তিনি দিনে কৃষি কাজ ও রাতে খন্ডকালীন সময় মিশুক ভ্যান চালাতেন। এখন পর্যন্ত মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যায়নি।
 

নিহতের ভাতিজা রুমেল মিয়া বলেন, দিনের বেলা আমি নিজস্ব মিশুক গাড়ী চালাই। সন্ধ্যার পর মিশুকটি আমার চাচা নুরুল ইসলাম প্রায়ই রাত ১০টা পর্যন্ত চালাতো। শনিবার সন্ধ্যার পর চতরাহাট থেকে আমার কাছে থেকে মিশুক নিয়ে বেরিয়ে যায় প্রতিদিনের মত। রাত ৯ টার দিকে মোবাইলে কথা হলে জানান, আমি হরিণসিংহ দিঘী থেকে রিজার্ভ ভাড়া পেয়েছি। এই ভাড়া খেটে তারাতারি চলে আসব। 

সকালে তার মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে যাই গিয়ে চাচার গলায় মাফলার পেচানো নিথর দেহ দেখতে পাই। মিশুক ভ্যানটি নাই। ঘটনার সাথে জড়িতদের গ্রেফতার করে শাস্তি চাই। 
 

পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো: সোহেল রানা জানান, মৃত্যু ব্যক্তির পরিচয় শনাক্ত হয়েছে। ধারনা করা হচ্ছে মিশুক গাড়ী ছিনতাইয়ের উদ্দেশ্যে তাকে গলায় মাফলার পেচিয়ে শ^াসরোধ করে হত্যা করা হয়েছে। মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ে ময়নাতদন্তে লাশ মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে হত্যা থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

 

 


প্রধান উপদেষ্টা সম্পাদকঃ মোঃ নুরুল ইসলাম ওমর, সাবেক এমপি ও বিরোধী দলীয় হুইপ, বাংলাদেশ জাতীয় সংসদ

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মাক্সুদুল আলম হাওলাদার

নির্বাহী সম্পাদকঃ এম নজরুল ইসলাম

ফোনঃ ০১৭১৭০১৬১৩০

যোগাযোগঃ অফিসঃ সাতমাথা, বগুড়া গাজীপুর অফিসঃ সিলমন, টঙ্গি, গাজীপুর

© 71 Vision ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।