পলাশবাড়ীতে শহীদ বুদ্ধিজীবি দিবস পালন


পলাশবাড়ী(গাইবান্ধা)প্রতিনিধিঃ- গাইবান্ধার পলাশবাড়ীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে শহীদ বুদ্ধি-জীবী দিবস পালন করা হয়েছে।
 

দিবসটি পালনপোলক্ষ্যে পুষ্পস্তবক অর্পন,আলোচনা সভা ও দো’আ অনুষ্ঠিত হয়েছে।
 

রোববার (১৪ ডিসেম্বর)সকালে যথাযথ মর্যাদায় দিবসটি পালনপোলক্ষ্যে উপজেলা প্রশাসনের উদ্যোগে পৌরশহরের স্থানীয় সড়ক ও জনপথ (সিএন্ডবি-ডাকবাংলো)বিভাগের পশ্চিমপাশে প্রাচীর সংলগ্ন অবস্থিত বধ্যভূমিতে বীর শহীদদের প্রতি পুষ্পস্তবক অর্পণের মধ্যদিয়ে বিনম্র গভীর শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা নির্বাহী অফিসার শেখ জাবের আহমেদ,অতিরিক্ত পুলিশ সুপার (সি-সার্কেল)রশিদুল বারী,থানা অফিসার ইনচার্জ মো.সারোয়ার আলম খান,উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সামাদ মন্ডল, পৌর বিএনপির সভাপতি আব্দুল কালাম আজাদ,সাধারণ সম্পাদক মোশফেকুর রহমান রিপন প্রমুখ।
 


প্রধান উপদেষ্টা সম্পাদকঃ মোঃ নুরুল ইসলাম ওমর, সাবেক এমপি ও বিরোধী দলীয় হুইপ, বাংলাদেশ জাতীয় সংসদ

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মাক্সুদুল আলম হাওলাদার

নির্বাহী সম্পাদকঃ এম নজরুল ইসলাম

ফোনঃ ০১৭১৭০১৬১৩০

যোগাযোগঃ অফিসঃ সাতমাথা, বগুড়া গাজীপুর অফিসঃ সিলমন, টঙ্গি, গাজীপুর

© 71 Vision ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।