কাহালুতে শহিদুল্লাহ নামে এক যুবকের লাশ উদ্ধার


কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ রোববার বেলা আড়াইটার দিকে বগুড়ার কাহালু উপজেলার খাড়িয়া নিশিন্দারা এলাকার রেললাইনের পাশ থেকে শহিদুল্লাহ (৩০) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে কাহালু থানা পুলিশ ।
          এলাকাবাসী অজ্ঞাত নামা মৃত্যু ব্যাক্তির লাশ দেখতে পেয়ে থানা পুলিশকে সংবাদ দেয়। থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে এবং তার পরিচয় জান্তে পারে। কাহালু থানার এস আই ব্রজেন্দ্র চন্দ্র মহাতা জানান, লাশের মাথায় আঘাতের চিহৃ রয়েছে। তবে কিভাবে তার মৃত্যু হয়েছে ময়না তদন্ত ছাড়া তা সঠিক করে বলা সম্ভব নয়। শহিদুল্লাহ রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার কারীনগর পাড়ার সাজু মিয়ার ছেলে।                                                      

 


প্রধান উপদেষ্টা সম্পাদকঃ মোঃ নুরুল ইসলাম ওমর, সাবেক এমপি ও বিরোধী দলীয় হুইপ, বাংলাদেশ জাতীয় সংসদ

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মাক্সুদুল আলম হাওলাদার

নির্বাহী সম্পাদকঃ এম নজরুল ইসলাম

ফোনঃ ০১৭১৭০১৬১৩০

যোগাযোগঃ অফিসঃ সাতমাথা, বগুড়া গাজীপুর অফিসঃ সিলমন, টঙ্গি, গাজীপুর

© 71 Vision ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।