অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ১৪ ডিসেম্বার ২০২৫, সময়ঃ ০৪:১৫
পলাশবাড়ী(গাইবান্ধা) প্রতিনিধি:-গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার বেসরকারি স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের সমন্বয়ে এক শিক্ষক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
১৩ ডিসেম্বর শনিবার সকাল ১১টায় পলাশবাড়ী সিনিয়র ফাজিল (ডিগ্রি) মাদ্রাসা প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন মির্জাপুর ফাজিল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ আ.ন.ম. জাহিদুর রহমান। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন ক্বারী মো. নুরুজ্জামান মোল্লা এবং গীতা পাঠ করেন এসএমবি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা তাপশী রানী।
সমাবেশে বক্তব্য রাখেন পলাশবাড়ী উপজেলা জামায়াতের আমীর ও ইউ'পি চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক,ফকিরহাট শহীদ স্মৃতি ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) আব্দুল আলিম,মেরীরহাট ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার অধ্যক্ষ ভারপ্রাপ্ত বেলাল উদ্দীন সরকার, শহীদ খায়রুল আলম বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারুক হোসেন,পলাশবাড়ী পিয়ারী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ্ মো.মাহাবুবুল আলম,মেরীরহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম,হরিনাথপুর উচ্চ দ্বি-মুখী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল হাসান সরকার, জামালপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আলিম,কাশিয়াবাড়ী স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক রায়হান কবির,আমলাগাছী বি.এম দ্বি-মূখী উচ্চ বিদ্যালয় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল মাজেদ সরকার,গৃধারীপুর দাখিল মাদ্রাসার সুপার মাও.আবু জাফর প্রমুখ ছাড়াও অন্যান্য শিক্ষক ও অতিথিবৃন্দ।
© 71 Vision ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত
সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।