হিলিতে শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে শিশু, কিশোরদের চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা


মোকছেদুল মমিন মোয়াজ্জেম,দিনাজপুর প্রতিবেদক:-দিনাজপুরের হিলিতে শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে শিশু, কিশোরদের অংশগ্রহণে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

 

উপজেলা প্রশাসনের উদ্যোগে শনিবার (১৩ ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদ শিশু নিকেতন বিদ্যালয় প্রাঙ্গণে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

 

প্রতিযোগিতায় প্লে গ্রুপ থেকে দশম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের নিয়ে তিনটি বিভাগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মোট ৬০ জন শিশু, কিশোর অংশগ্রহণ করে। মুক্তিযুদ্ধ ও শহিদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগের চেতনাকে তুলে ধরতেই এ প্রতিযোগিতার আয়োজন করা হয় বলে জানান আয়োজকরা।

 

আয়োজক সূত্রে জানা যায়, প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে রোববার (১৪ ডিসেম্বর) সকালে শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে অনুষ্ঠিতব্য আলোচনা সভার অনুষ্ঠানে পুরস্কার বিতরণ করা হবে।

 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাব্বির হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শামসুল আলম, ভেটেরিনারি সার্জন ডা. মোনতাসির মামুনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক ও অভিভাবকরা।

 

বক্তারা বলেন, এ ধরনের আয়োজন শিশু, কিশোরদের মধ্যে দেশপ্রেম, ইতিহাস চেতনা ও মুক্তিযুদ্ধের মূল্যবোধ জাগ্রত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

 

মোকছেদুল মমিন মোয়াজ্জেম,দিনাজপুর।
 

 

 


প্রধান উপদেষ্টা সম্পাদকঃ মোঃ নুরুল ইসলাম ওমর, সাবেক এমপি ও বিরোধী দলীয় হুইপ, বাংলাদেশ জাতীয় সংসদ

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মাক্সুদুল আলম হাওলাদার

নির্বাহী সম্পাদকঃ এম নজরুল ইসলাম

ফোনঃ ০১৭১৭০১৬১৩০

যোগাযোগঃ অফিসঃ সাতমাথা, বগুড়া গাজীপুর অফিসঃ সিলমন, টঙ্গি, গাজীপুর

© 71 Vision ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।