"আজ ১৩ ডিসেম্বর বগুড়া হানাদার মুক্ত দিবস।


১৯৭১ সালে বীর মুক্তিযোদ্ধা ও যুদ্ধ চলাকালীন ৭ নং সেক্টরের ৯১নং প্ল্যাটুন কমান্ডার মরহুম আব্দুস সবুর সওদাগরের নেতৃত্বে মুক্তিবাহিন শহরে প্রবেশ করে ও শহরকে মুক্ত ঘোষণা করে।

 

বিগত ফ্যাসিষ্ট আওয়ামী লীগ সরকারের আমলে লুকিয়ে থাকা বগুড়ার মুক্তিযুদ্ধের এক সঠিক ইতিহাস আজ আপনাদের সামনে তুলে ধরা হলো।

 

বগুড়া শহরের আলতাফুন্নেছা খেলার মাঠে স্বাধীনতা প্রথম পতাকা উত্তোলক  বীর মুক্তিযোদ্ধা ও ৭নং সেক্টরের ৯১নং প্লাটুন কমান্ডার মরহুম আব্দুস সবুর সওদাগর।
 

১০ ডিসেম্বর সকালে মিত্রবাহিনীর ৬৪ মাউনটেন্ট রেজিমেন্টের বিগ্রেডিয়ার প্রেম সিংহ ৯ জন বাঙালি মুক্তিযোদ্ধা ও এক ব্রিগেড সৈন্য নিয়ে শহর থেকে ৩ মাইল উত্তরে চাঁদপুর, নওদাপাড়া এবং ঠেঙ্গামারা গ্রামের মধ্যবর্তী লাঠিগ্রামের কাছে বগুড়া-রংপুর মহাসড়কে অবস্থান নেয়। সেখানে ৩ দিন ভয়াবহ সরাসরি সম্মুখ যুদ্ধের পর মিত্রবাহিনীর আর্টিলারি ডিভিশন ট্যাংক নিয়ে শহরে ঢোকে। খবর পেয়ে শহরবাসী ও মুক্তিযোদ্ধারা আনন্দ উল্লাস করেন। ১৩ ডিসেম্বর বেলা ৩টার দিকে পাক হানাদার বাহিনীর বিগ্রেডিয়ার এলাহী বক্স সৈন্য ও অস্ত্রসহ মিত্র বাহিনীর বিগ্রেডিয়ার প্রেম সিংহের কাছে আত্মসমর্পণ করেন। বগুড়ায় উত্তোলন হয় স্বাধীন বাংলার রক্তলাল পতাকা ?????? 
 

১৯৭১ সালের এই দিনে মিত্রবাহিনীর সহায়তায় বীর মুক্তিযোদ্ধারা পাকিস্থানি হানাদার বাহিনীর কাছে থেকে বগুড়া শহর মুক্ত করে। ক্রমাগত তিন দিন যুদ্ধের পর শহরের বৃন্দাবনপাড়া এলাকায় হানাদার বাহিনী মিত্রবাহিনীর কাছে আত্মসমর্পণ করেন বীর মুক্তিযোদ্ধা ৭নং সেক্টরের ৯১নং কমান্ডার মরহুম আব্দুস সবুর সওদাগরের নেতৃত্বে।

 

বগুড়া শহরের স্বাধীনতা প্রথম পতাকা উত্তোলন করেন কমান্ডার মরহুম আব্দুস সবুর সওদাগর।

সকল বীর মুক্তিযোদ্ধা স্বাধীনতার সূর্য সন্তানদের জানাই বিনম্র শ্রদ্ধা।


বীর মুক্তিযোদ্ধা ও ৭নং সেক্টরের ৯১নং প্লাটুন কমান্ডার মরহুম আব্দুস সবুর সওদাগর প্রতি  জানাই গভীর শ্রদ্ধা।

 

আমরা বগুড়াবাসি গর্বিত সবুর সওদাগরের মতো একজন সূর্যসন্তান আমাদের এই বগুড়াতে জন্মগ্রহণ করেছিলেন "বীর মুক্তিযোদ্ধা মরহুম আব্দুস সবুর সওদাগর মুক্তিযুদ্ধ চলাকালীন ০৭ নং সেক্টরের ৯১ নং প্লাটুন কমান্ডার,ও বগুড়ার প্রথম স্বাধীনতার পতাকা উত্তোলনকারী।
 

১৯৭১ সালে ১৩ ডিসেম্বর বীর মুক্তিযোদ্ধা মরহুম আব্দুস সবুর সওদাগরের নেতৃত্বে বগুড়া হানাদার মুক্ত হয়।বীর মুক্তিযোদ্ধার কমান্ডার,আব্দুস সবুর সওদাগর 
 

যুদ্ধ পরবর্তীকালীন মুক্তিযোদ্ধা সংসদ বগুড়া জেলা ইউনিট এর কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন।

বগুড়া সহ বাংলাদেশের জনগণের দৃষ্টি আকর্ষণ করছি।

 

ফ্যাসিস্ট আওয়ামী লীগের বগুড়া জেলার সাবেক সভাপতি 
 

মরহুম মমতাজ উদ্দিন, নিজেকে বগুড়ার প্রথম স্বাধীনতা পতাকা উত্তোলনকারী হিসেবে পরিচয় দিয়ে সাধারণ মানুষকে এতদিন  ভুল ইতিহাস ব্যাখ্যা করেছে যাহা বগুড়ার মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাসকে বিকৃতি করেছে।  

 

একই সাথে বীর মুক্তিযোদ্ধার কমান্ডার মরহুম আব্দুস সবুর সওদাগরের প্রাপ্য সম্মান ক্ষুন্ন  করেছে।


আমরা বীর মুক্তিযোদ্ধার কমান্ডারমরহুম আব্দুস সবুর সওদাগরের পরিবারের পক্ষ থেকে  এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।


বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে  বগুড়া জেলা আওয়ামী লীগের আরেক সভাপতি  ও  বগুড়া ০৫ আসনের সংসদ সদস্য  মজনু, ভুয়া মুক্তিযোদ্ধার সনদ ব্যবহার করে নিজেকে বীর মুক্তিযোদ্ধা হিসেবে পরিচয় দিতেন,পরে তার মুক্তিযুদ্ধের সনদটি ভুয়া প্রমাণিত হয় এবং তার ভুয়া মুক্তিযোদ্ধার সনদটি বাতিল করা হয়।

 

তারপরও এই ভুয়া মুক্তিযোদ্ধা মহান জাতীয় সংসদের সংসদ সদস্য নির্বাচিত হন যাহা বগুড়া বাসীর জন্য অত্যন্ত লজ্জা এবং দুঃখের বিষয় এর বিষয়।


"মাননীয় জেলা প্রশাসক মহোদয়"

বগুড়ার মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস বগুড়া বাসীর কাছে প্রকাশ করার জন্য মাননীয় জেলা প্রশাসক মহোদয়,কে বীর মুক্তিযোদ্ধার কমান্ডার মরহুম আব্দুর সবসময় সওদাগরের পরিবারের পক্ষ থেকে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি,বীর মুক্তিযোদ্ধা ও যুদ্ধ চলাকালীন ০৭ নং সেক্টরের ৯১ নং প্লাটুন কমান্ডার মরহুম, আব্দুস সবুর  সওদাগরকে বগুড়ার প্রথম স্বাধীনতার পতাকা উত্তোলনকারী হিসেবে মর্যাদা দান করে সরকারিভাবে গেজেট প্রকাশ করতে অন্তবর্তী সরকারকে  তথ্য দিয়ে সাহযোগিতা করুন এবং বিগত দিনে আওয়ামী লীগ সরকারের আমলে মমতাজ উদ্দিন নিজেকে বগুড়া প্রথম স্বাধীনতার পতাকা উত্তোলনকারী হিসেবে যে দাবি করে আসছিল তা সরকারিভাবে বাতিল ঘোষণা করুন।


"মুক্তিযোদ্ধা সংসদ বগুড়া জেলা ইউনিট"

মুক্তিযোদ্ধা সংসদ বগুড়া জেলা  ইউনিট কে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি আপনারা বগুড়া জেলা  মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরে নিজেদেরকে কলঙ্ক মুক্ত করুন।  ও সঠিক ইতিহাস প্রকাশের জন্য বীর মুক্তিযোদ্ধার কমান্ডার আব্দুস সবুর সওদাগরের পরিবারকে  সর্বাত্মকভাবে সহযোগিতা করুন।


বাংলাদেশের অন্তবর্তী সরকার এর মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়, প্রফেসর, ডঃ মুহাম্মদ ইউনুস স্যার ও
 

বর্তমান মুক্তিযোদ্ধা বিষায়ক মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা মহোদয়ের, কাছে বিশেষভাবে অনুরোধ করছি বগুড়া জেলা মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস ও বগুড়ার প্রথম স্বাধীনতার পতাকা উত্তোলনকারী বীর মুক্তিযোদ্ধার কমান্ডার মরহুম আব্দুস সবুর সওদাগর কে বগুড়ার প্রথম স্বাধীনতার পতাকা উত্তোলনকারী হিসাবে স্বীকৃতি দিয়ে দ্রুত তা গেজেট আকারে প্রকাশ করুন।

 

বীর মুক্তিযোদ্ধার কমান্ডার মরহুম আব্দুস সবুর সওদাগরের প্রাপ্য সম্মান ফিরিয়ে দেয়ার জন্য তার পরিবারকে সহযোগিতা করবেন।

 

বিশেষ দ্রষ্টব্য :

মরহুম, আব্দুস সবুর সওদাগর কে মহান মুক্তিযুদ্ধে  গুরুত্বপূর্ণ অবদান ও বীরত্বের জন্য বিশেষ সম্মাননা প্রদান করা হোক।


প্রধান উপদেষ্টা সম্পাদকঃ মোঃ নুরুল ইসলাম ওমর, সাবেক এমপি ও বিরোধী দলীয় হুইপ, বাংলাদেশ জাতীয় সংসদ

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মাক্সুদুল আলম হাওলাদার

নির্বাহী সম্পাদকঃ এম নজরুল ইসলাম

ফোনঃ ০১৭১৭০১৬১৩০

যোগাযোগঃ অফিসঃ সাতমাথা, বগুড়া গাজীপুর অফিসঃ সিলমন, টঙ্গি, গাজীপুর

© 71 Vision ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।