ওসমান হাদির ওপর গুলির প্রতিবাদে হিলিতে বিএনপির বিক্ষোভ মিছিল


মোকছেদুল মমিন মোয়াজ্জেম,দিনাজপুর প্রতিবেদক:-ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর সন্ত্রাসীদের গুলির ঘটনার প্রতিবাদে দিনাজপুরের হিলিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে পৌর বিএনপি ও সাধারণ জনতা।

 

শুক্রবার (১২ ডিসেম্বর) রাত ৯টায় পৌর বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল হোসেনের নেতৃত্বে হিলি এলএসডি গোডাউন মোড় থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।

 

বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, জুলাই আন্দোলনের অন্যতম নেতৃস্থানীয় কর্মী ওসমান হাদির ওপর সুপরিকল্পিতভাবে সন্ত্রাসীরা হামলা চালিয়েছে। 

 

আগামী ২৪ ঘণ্টার মধ্যে হামলাকারীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানান তারা।

 

বক্তারা আরও বলেন, আন্দোলনকে দুর্বল করতে এমন হামলা চালানো হয়েছে, যা গণতান্ত্রিক আন্দোলনের জন্য হুমকি। তারা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

 

 

 

 


প্রধান উপদেষ্টা সম্পাদকঃ মোঃ নুরুল ইসলাম ওমর, সাবেক এমপি ও বিরোধী দলীয় হুইপ, বাংলাদেশ জাতীয় সংসদ

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মাক্সুদুল আলম হাওলাদার

নির্বাহী সম্পাদকঃ এম নজরুল ইসলাম

ফোনঃ ০১৭১৭০১৬১৩০

যোগাযোগঃ অফিসঃ সাতমাথা, বগুড়া গাজীপুর অফিসঃ সিলমন, টঙ্গি, গাজীপুর

© 71 Vision ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।