ফ্রি মেডিকেল ক্যাম্প এ পরিবর্তনের ডাক-ডা: মইনুল হাসান সাদিক


পলাশবাড়ী(গাইবান্ধা)প্রতিনিধিঃ -গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার গোয়ালপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
 

১২ ডিসেম্বার সকাল ১০টা থেকে ৫ টা পর্যন্ত ইমপালস হাসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার এর সহযোগিতায় ও গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডাঃ সৈয়দ মইনুল হাসান সাদিক এর আয়োজনে দিন ব্যাপী ফ্রি ক্যাম্পে স্থানীয় ৭/৮ শত রোগীর সেবা ও ঐষুধ প্রধান করা হয়।
 

ফ্রি মেডিকেল ক্যাম্পের রোগী দেখেন,অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিকসহ ডা. মিনহাজ ইবনে সৌমিক,ডা. শাহ সুলতান নয়ন, ডা. উম্মে সালমা.ডা.শামিমা আক্তার লিজা,ও ডা. সাদিয়া সুলতানা সহ প্রায় ২০ জনের একটি টিম।
 

ফ্রি ক্যাম্প উদ্ধোধন অনুষ্ঠানে ডাঃ মইনুল হাসান সাদিক বলেন, আজ এমন এক সময়ের সামনে দাঁড়িয়ে আছে, যেখানে একটি সিদ্ধান্তই বদলে দেবে ভবিষ্যৎ। বহুদিন ধরে এই অঞ্চলের মানুষ অবহেলা ও অনুন্নয়নের ভার বইছে।

 

প্রতিশ্রুতি ছিল অনেক, কিন্তু বাস্তব উন্নয়ন ছিল না। রাস্তা হয়নি, স্কুল-কলেজে সুবিধা বাড়েনি, কৃষক ন্যায্যমূল্য পায়নি, যুবসমাজের কর্মসংস্থান হয়নি, স্বাস্থ্যসেবায় অগ্রগতি ছিল সবচেয়ে কম। মানুষ বছরের পর বছর অপেক্ষা করেছে—একজন সত্যিকারের সৎ নেতা আসবে, যিনি শুধু কথা বলবেন না, দায়িত্ব নেবেন। কিন্তু সেই নেতা আসে না।


প্রধান উপদেষ্টা সম্পাদকঃ মোঃ নুরুল ইসলাম ওমর, সাবেক এমপি ও বিরোধী দলীয় হুইপ, বাংলাদেশ জাতীয় সংসদ

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মাক্সুদুল আলম হাওলাদার

নির্বাহী সম্পাদকঃ এম নজরুল ইসলাম

ফোনঃ ০১৭১৭০১৬১৩০

যোগাযোগঃ অফিসঃ সাতমাথা, বগুড়া গাজীপুর অফিসঃ সিলমন, টঙ্গি, গাজীপুর

© 71 Vision ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।