দিনাজপুরে জেঁকে বসেছে শীত


মোকছেদুল মমিন মোয়াজ্জেম,দিনাজপুর প্রতিবেদক:-দিনাজপুরে শীতের তীব্রতা আরও বেড়েছে। শুক্রবার (১২ ডিসেম্বর) সকাল ৬টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১১.৬ ডিগ্রি সেলসিয়াস, যা দেশের তৃতীয় সর্বনিম্ন তাপমাত্রা ছিল। বাতাসের আদ্রতা ছিল ৯৪ শতাংশ। 
 

পরে সকাল ৯টায় প্রকাশিত চূড়ান্ত (ফাইনাল) রিপোর্টে দিনাজপুরের সর্বনিম্ন তাপমাত্রা দাঁড়ায় ১১.৩ ডিগ্রি সেলসিয়াস।

 

এদিকে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে পঞ্চগড়ের তেতুলিয়ায় ৯.৩ ডিগ্রি সেলসিয়াস।
সকাল ৬টার অন্যান্য তাপমাত্রার মধ্যে উল্লেখযোগ্য: তেতুলিয়া ৯.৫, রংপুর ১৪.৫, সৈয়দপুর ১৩.২, ডিমলা ১২.৫, ঈশ্বরদী ১২.৩, রাজারহাট ১২.৫, বদলগাছি ১২.৬, যশোর ১২.৬, চুয়াডাঙ্গা ১২.৩ এবং শ্রীমঙ্গল ১০.৪ ডিগ্রি সেলসিয়াস।

 

দিনাজপুর জেলা আবহাওয়া অফিসের ইনচার্জ তোফাজ্জল হোসেন বলেন, উত্তর দিক থেকে ঠান্ডা বাতাস প্রবাহিত হওয়ায় তাপমাত্রা দ্রুত কমছে। আরও দু"তিন দিন এমন পরিস্থিতি থাকতে পারে। সকালের কুয়াশা ঘন হবে এবং রাতে ঠান্ডা আরও বেড়ে যেতে পারে।

 

স্থানীয় বাসিন্দা হাফিজুল ইসলাম বলেন, গত দু"দিন ধরে ঠান্ডা হাওয়া বাড়ছে। সকালে বাইরে বের হওয়াই কষ্টকর হয়ে গেছে। শীতবস্ত্রের ব্যবহারও বেড়েছে।

দিনাজপুর শহরের ব্যবসায়ী রতন প্রামাণিক বলেন,
ঠান্ডা পড়ায় গরম কাপড়ের বিক্রি বেড়েছে। দোকানে ভিড়ও বেশি। বিশেষ করে সোয়েটার, মাফলার আর ক্যাপের চাহিদা বেশি।

 

চিকিৎসকরা বলেছেন, এ সময় বয়স্ক ও শিশুরা শ্বাসকষ্ট ও সর্দি, কাশিতে বেশি ভোগে। সবাইকে সকালে খুব বেশি ঠান্ডা বাতাসে না বের হওয়ার পরামর্শ দিচ্ছি।

 

উত্তরাঞ্চলে তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় কমে যাওয়ায় মানুষের দৈনন্দিন কাজে শীতের প্রভাব পড়তে শুরু করেছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী কয়েকদিন ঠান্ডার মাত্রা আরও বাড়তে পারে।

 

 

 


প্রধান উপদেষ্টা সম্পাদকঃ মোঃ নুরুল ইসলাম ওমর, সাবেক এমপি ও বিরোধী দলীয় হুইপ, বাংলাদেশ জাতীয় সংসদ

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মাক্সুদুল আলম হাওলাদার

নির্বাহী সম্পাদকঃ এম নজরুল ইসলাম

ফোনঃ ০১৭১৭০১৬১৩০

যোগাযোগঃ অফিসঃ সাতমাথা, বগুড়া গাজীপুর অফিসঃ সিলমন, টঙ্গি, গাজীপুর

© 71 Vision ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।