ফুলবাড়ীতে ৪ ইটভাটায় অভিযান, ৬ লাখ টাকা জরিমানা


মোকছেদুল মমিন মোয়াজ্জেম,দিনাজপুর প্রতিবেদক:-দিনাজপুরের ফুলবাড়ীতে অবৈধ ইটভাটা পরিচালনা ও পরিবেশদূষণের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৪টি ইটভাটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। এর মধ্যে দুটি ইটভাটার মালিককে মোট ৬ লাখ টাকা জরিমানা করা হয়েছে এবং অন্য দুইটির চিমনি ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে।

 

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দুপুরে পরিবেশ অধিদপ্তরের (সদর দপ্তর) মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট শাখার নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজ্জাদ জাহিদ রাতুল এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

 

আভিযানে আরও উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর দিনাজপুরের সহকারী পরিচালক বদরুন্নাহার সীমা, রংপুর বিভাগীয় কার্যালয়ের রিসার্চ অফিসার রুনায়েত আমিন রেজা, সেনা সদস্য, থানা পুলিশ, ফায়ার সার্ভিসকর্মী এবং আবাসিক বিদ্যুৎ সরবরাহ বিভাগের সদস্যরা।

 

শিবনগর ইউনিয়নের রাজারামপুর এলাকায় মেসার্স নবী ব্রিকস ও মেসার্স এন এইচ ব্রিকস নামের দুইটি ইটভাটায় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন ২০১৩ (সংশোধিত ২০১৯) এর বিধান লঙ্ঘনের অভিযোগে তিন লাখ করে মোট ৬ লাখ টাকা জরিমানা আদায় করা হয়।

 

এছাড়া উপজেলার রাঙ্গামাটি এলাকার অবৈধভাবে পরিচালিত মেসার্স ইব্রাহিম ব্রিকস এবং মেসার্স শিল্পি ব্রিকস নামের দুইটি ইটভাটার চিমনি ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়।

 

দিনাজপুর পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক বদরুন্নাহার সীমা বলেন, দিনাজপুরের ৩১টি ইটভাটার বিরুদ্ধে জাল রিট ও ভুয়া আদেশ দেখিয়ে পরিচালনার অভিযোগে মামলা চলমান রয়েছে। 

 

এসবসহ অবৈধভাবে পরিচালিত সব ইটভাটাকে নোটিশ দেওয়া হয়েছে। পরিবেশ সুরক্ষায় জেলায় নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

 


প্রধান উপদেষ্টা সম্পাদকঃ মোঃ নুরুল ইসলাম ওমর, সাবেক এমপি ও বিরোধী দলীয় হুইপ, বাংলাদেশ জাতীয় সংসদ

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মাক্সুদুল আলম হাওলাদার

নির্বাহী সম্পাদকঃ এম নজরুল ইসলাম

ফোনঃ ০১৭১৭০১৬১৩০

যোগাযোগঃ অফিসঃ সাতমাথা, বগুড়া গাজীপুর অফিসঃ সিলমন, টঙ্গি, গাজীপুর

© 71 Vision ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।