কুড়িগ্রামে সর্বনিম্ন তাপমাত্র ১১ দশমিক ৪ডিগ্রী সেলসিয়াস,বিপাকে পড়েছেন ছিন্নমূল মানুষ


 

সাইফুর রহমান শামীম, কুড়িগ্রাম।। 

গত কয়েকদিন থেকে কুড়িগ্রামের তাপমাত্রা ১২ থেকে ১৩ ডিগ্রি সেলসিয়াস উঠানামা করলেও  বুধবার (১০ ডিসেম্বর) সকাল ৬ টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা  ১১ দশমিক ৪ ডিগ্রী সেলসিয়াস রেকর্ড করেছে রাজারহাট আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র।শীতে জবুথবু হয়ে পড়েছে কুড়িগ্রামের জনজীবন। দিন ও রাতে হিমেল বাতাসে শীতের তীব্রতা বেশী অনুভুত হচ্ছে। 

 

বিশেষ করে নদী তীরবর্তী চরাঞ্চলের মানুষ জন রয়েছে শীত কষ্টে। বিকাল থেকে পরের দিন সকাল পর্যন্ত শীতের তীব্রতা থাকে প্রচন্ড। দিনের বেলা সুর্যের আলোয় চারদিকে আলোকিত হলেও তেমন উওাপ থাকে না।
 

কুড়িগ্রাম সদর উপজেলার হলোখানা মাস্টারের হাট এলাকার নুর মোহাম্মদ বলেন শীতের কারণে কাজে যেতে দেরি হয়।ঠান্ডায় কাজ করতে মন চায়, কাজ না করলে পেটে ভাত যায় না। নাগেশ্বরী উপজেলার নুনখাওয়া ইউনিয়নের শহিদুল ইসলাম বলেন এবছর ঠান্ডায় মোর ছাওয়া পোয়া নিয়ে  খুবই কষ্টে আছি।এলাও কাইয়ো মোক কম্বল দিল না। একই এলাকার খাইরুল বলেন ঠান্ডায় কাজ করলে হাঁত পা জ্বালাপোড়া করে। 

 

এদিকে স্কুল পড়ুয়া শিক্ষাথীদের শীতের ঠান্ডায় শিক্ষা প্রতিষ্ঠান যেতে গড়িমসি করছে। অনেক দিকে শীতের তীব্রতা থেকে রেহাই পায়নি গৃহপালিত পশু ও পাখি। কুড়িগ্রাম সদর উপজেলার ভোগডাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব সাইদুর রহমান জানান শীতের প্রকোপ বৃদ্ধি পাওয়ার সাথে সাথে ছিন্নমূল অসহায় মানুষগুলোর কষ্ট বেড়েছে। তারা অনেকেই কম্বলের জন্য ইউনিয়ন পরিষদে আসলেও বরাদ্দ না থাকায় দেওয়া সম্ভব হচ্ছে না। তিনি এ বিষয়ে সরকারি ও বেসরকারি সহযোগিতা কামনা করেছেন।  এদিকে হাসপাতালগুলোতে রয়েছে শীতজনিত রোগীর প্রচন্ড ভিড়।
 

কুড়িগ্রাম সদর জেনারেল হাসপাতালের সিভিল সার্জন ডা:স্বপ্নন কুমার বিশ্বাস জানান শীতের কারণে শীতজনিত রোগীরা জেলা শহরসহ বিভিন্ন উপজেলা হাসপাতালে রোগীরা আউটডোরে চিকিৎসাসেবা গ্রহণ করছে।
এবিষয়ে কুড়িগ্রাম জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ বলেন শীতবস্ত্রের তালিকা সম্পন্ন হয়েছে অতি শীঘ্রই শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হবে।
 


প্রধান উপদেষ্টা সম্পাদকঃ মোঃ নুরুল ইসলাম ওমর, সাবেক এমপি ও বিরোধী দলীয় হুইপ, বাংলাদেশ জাতীয় সংসদ

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মাক্সুদুল আলম হাওলাদার

নির্বাহী সম্পাদকঃ এম নজরুল ইসলাম

ফোনঃ ০১৭১৭০১৬১৩০

যোগাযোগঃ অফিসঃ সাতমাথা, বগুড়া গাজীপুর অফিসঃ সিলমন, টঙ্গি, গাজীপুর

© 71 Vision ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।